ওয়েবডেস্ক: বর্ষায় অন্য রকম রূপ নিয়ে নেয় গোয়া। ঝমঝম বৃষ্টিকে তোয়াক্কা না করেই ঘুরে বেড়ানো যায় গোয়ার বিখ্যাত স্পটগুলিতে।
সমুদ্র, মন্দির, গির্জা, লেক, জলপ্রপাতের বাইরেও এ বার গোয়ার বর্ষা অন্য ভাবে ফুটে উঠছে পর্যটকদের কাছে। সৌজন্যে ‘রিভার র্যাফটিং।’ গোয়া পর্যটনের উদ্যোগে মহাদেয়ী নদীতে শুরু হয়েছে রিভার র্যাফটিং।
২৮ জুন থেকে শুরু হয়েছে এই রিভার র্যাফটিং। চলবে অক্টোবর পর্যন্ত। দিনে দু’টো করে রিভার র্যাফটিং ট্রিপ আয়োজন করা হচ্ছে। প্রথম ট্রিপটি শুরু হবে সকাল দশটায়, দ্বিতীয়টি বিকেল ৩টেয়। ট্রিপগুলির জন্য আধ ঘণ্টা আগে থেকে রিপোর্ট করা বাধ্যতামূলক। দু’তিন ঘণ্টা ধরে এই সফর হবে বলে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে বলতে গিয়ে গোয়া পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান নীলেশ চাবরাল বলেন, “জলক্রীড়ায় ক্রমশ এগিয়ে চলেছে গোয়া। মহাদেয়ী নদীর এই র্যাফটিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।” এই র্যাফটিং, দশ বছরের ওপরের কিশোর কিশোরী এবং শিক্ষানবিশদের জন্য আদর্শ বলেও জানিয়েছেন নীলেশবাবু।
এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এবং অনলাইনে বুক করতে লগইন করুন https://www.goarafting.com/-এ।
ছবি: গোয়া পর্যটন টুইটার।