বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ বেলুড় মঠ

এপ্রিল বৃহস্পতিবার থেকে সাধারণ ভক্তদের জন্য মঠের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে মঠ কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে হল।     

মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, ‘‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ২২ এপ্রিল ২০২১ থেকে পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’’

গত বছর ২৫ মার্চ লকডাউন পরিস্থিতিতে করোনা অতিমারির জন্য বন্ধ হয়েছিল মঠ| এর পর দেশ জুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন মঠ খুলেছিল। কিন্তু ফের ২ অগস্ট ভক্ত এবং দর্শনার্থীদের জন্য মঠের দরজা বন্ধ হয়ে যায়। সে সময় মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন।

গত বছর দুর্গাপুজোতেও বন্ধ ছিল মঠের দরজা। ভার্চুয়াল মাধ্যমে পুজো উপভোগ করেছিলেন দর্শনার্থীরা। এর পর চলতি বছর ১০ ফেব্রুয়ারি সব রকম করোনাবিধি মেনেই ফের খুলেছিল বেলুড় মঠ। ভক্ত এবং দর্শনার্থীরা সব মন্দিরে প্রবেশাধিকার পেলেও মন্দিরে বসা, মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া ইত্যাদি বন্ধ রাখা হয়েছিল।

কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ যে ভাবে আছড়ে পড়েছে, তা নিয়ে উদ্বিগ্ন রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে তাই অছি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২২ এপ্রিল থেকে মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *