দিঘা-মন্দারমণির পর এবার সেজে উঠতে চলেছে বকখালি-ফ্রেজারগঞ্জ-হেনরি আইল্যান্ড

কলকাতা: দেশের পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে উপরে তুলে আনতে একের পর এক প্রয়াস নিয়ে চলেছে রাজ্য সরকারের পর্যটন দফতর। সেই প্রয়াসের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই ঢেলে সাজা হয়েছে দিঘাকে। সাজানোর কাজ চলছে মন্দারমণি-শঙ্করপুরকেও। এবার রাজ্যের অন্য প্রান্তের সৈকতগুলিও সেজে ওঠার পথে।

দক্ষিণ ২৪ পরগনার তিনটি সৈকত বকখালি-ফ্রেজারগঞ্জ-হেনরি আইল্যান্ড। দক্ষিণবঙ্গবাসীর কাছে তিনটি সৈকত অত্যন্ত পরিচিত বেড়াবার জায়গা হলেও বিদেশি পর্যটকদের কাছে ততটা পরিচিত বা আকর্ষণীয় নয়। সেটাই হয়ে উঠবে এবার। সমুদ্র সৈকতের পাশে রোপওয়ে, চওড়া রাস্তা, বসবার জায়গা, শৌচালয়, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, ওয়াচ টাওয়ার তৈরি হবে।

নবান্নের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রও। তাঁদের ‘স্বদেশ দর্শন’ প্রকল্পের অঙ্গ হিসেবে দেশের নানা প্রান্তের সৈকতগুলির আধুনিকীকরণের কাজ করছে কেন্দ্রীয় সরকার। ১৭টি জায়গার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। দিঘা-শহ্করপুর-মন্দারমণি-তাজপুর-গোপালপুর-বকখালি-ফ্রেজারগঞ্জ-হেনরি আইল্যান্ডের জন্য প্রায় ৮৫ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *