north bengal trekking

উত্তরবঙ্গে খুলতে চলেছে নতুন ৮৯টা ট্রেক রুট, অনুমোদন রাজ্য পর্যটন দফতরের

ভ্রমণঅনলাইন ডেস্ক: উত্তরবঙ্গে নতুন ৮৯টা ট্রেক রুটের অনুমোদন দিল রাজ্য পর্যটন উন্নয়ন নিগম। সব কিছু ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে সেই রুটগুলি খুলে দেওয়া হবে।

কী কী রুট ট্রেকিং-এর জন্য খোলা হবে সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও, এটা জানা গিয়েছে যে দার্জিলিং এবং কালিম্পং-এর পাশাপাশি ডুয়ার্সেও অনেক ট্রেকিং রুট খোলা হবে। ট্রেকিং-এর রাস্তাগুলির মধ্যে বেশ কিছুটা রাস্তা বন দফতরের আওতায় থাকা অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই রুটগুলো খুলে দেওয়ার ব্যাপারে বন দফতরের সঙ্গে পর্যটন দফতর কথাবার্তা চালাচ্ছে। এই সব ট্রেকিং রাস্তার ধারেই তৈরি হবে নতুন থাকার জায়গা। থাকার জায়গাগুলি মূলত কটেজ হবে।

আরও পড়ুন পশ্চিমবঙ্গ পর্যটনের পুজো প্যাকেজগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

পর্যটন দফতরের আশা, এই ট্রেকিং রুট খুলে গেলে এই অঞ্চলের আর্থিক সমৃদ্ধিও হবে। স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান হবে। এ ছাড়াও দার্জিলিং-এর টাইগার হিলে কটেজ তৈরির কাজ জোরকদমে চলছে। পর্যটনের নিগমের তরফ থেকে জানা গিয়েছে, টাইগার হিলের মাথায় দশটা কটেজ বিশিষ্ট একটি রিসোর্ট তৈরি হচ্ছে। কটেজ লাগোয়া জমিতে গাছ লাগানোর দায়িত্ব বন দফতরকে দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *