মহেশ ময়রার জনপ্রিয় গুটকে সন্দেশ

মহেশ ময়রার দোকান

কথিত আছে, হুগলির শ্রীরামপুরে ঠাকুরবাড়ি স্ট্রিটে মহেশ চন্দ্র দত্তের গুটকে মিষ্টি খেয়েছিলেন স্বয়ং রাধাবল্লভ। দেখতে কড়াপাকের জোড়া সন্দেশ। বালক বেশে রাধাবল্লভ বালা বন্ধক রেখে মিষ্টি খেয়েছিলেন।

আজো ওই মিষ্টি সমান জনপ্রিয়। বাঙালি মানেই মিষ্টি প্রেম। হঠাৎ ভালো মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনার এবারে গন্তব্য হতেই পারে ঐতিহ্যবাহী মহেশ চন্দ্র দত্তের দোকানে।

গুটকে সন্দেশ একবার খেলে ভুলতে পারবেন না। মিষ্টির গুণগত মান একইরকম আছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই মিষ্টির স্বাদ উপভোগ করতে। দাম মাত্র ১৫ টাকা। শীতকালে নতুন গুড়ের স্বাদে প্রস্তুত হয়। পাবেন নতুন গুড়ের রসগোল্লা, সন্দেশ, বালা সন্দেশ ইত্যাদি অন্যান্য মিষ্টি। ভোজন রসিক বাঙালির মিষ্টি তালিকায় গুটকে সন্দেশ জনপ্রিয়।

মাহেশের জগন্নাথ মহাপ্রভুর পুজো গুটকে সন্দেশ ছাড়া সম্পূর্ণ হয় না। প্রভুর মহাপ্রসাদে এই সন্দেশ দেওয়া হয়। রথযাত্রার সময় মহাপ্রভুকে এই সন্দেশ নিবেদন করার রীতি আছে। গুটকে সন্দেশ জিআই স্বত্বের জন্য আবেদন জানানো হয়েছে।

কিভাবে যাবেন : হাওড়া থেকে ট্রেনে শ্রীরামপুর। সেখান থেকে টোটো করে মহেশ ময়রার দোকান ও রাধাবল্লভ মন্দির দর্শন করে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top