হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায় মিলে পরিচালনা করে প্রাচীন আলুর দম মেলা। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাজবলহাট এর কাছে জাঙ্গিপাড়ার জান্দায় ২০০ বছরের পুরনো আলুর দম মেলা বসে। মেলার পরিচালনা করেন জান্দা পল্লীমঙ্গল সমিতি।
প্রতিবছর পৌষ সংক্রান্তির দিন দামোদর নদীর চরে মেলা শুরু হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ মেলা দেখতে আসেন। আলুর দমের স্বাদ উপভোগ করেন।
আলুর দম মেলায় ঢোকার সময় চারদিক থেকে ডাক আসে আলুর দমের স্বাদ চেখে দেখবার জন্য। সেখানে বিভিন্ন স্বাদের আলুর দম বিক্রি হয়। আলুর দম নিয়ে রীতিমত প্রতিযোগিতা চলে। শোনা যায় যে নবাব আলীবর্দি খানের সময় থেকে এই মেলা চলছে। তখন এর নাম ছিল পীর ঠাকুরের মেলা। মেলাতে পীরের গান হতো। মকর সংক্রান্তির দিন মেলার সামনে গঙ্গা দেবীর পূজা করা হয়।
গ্রামের মানুষ হরেক রকমের পসরা নিয়ে বসেন। স্থানীয় নানারকম মিষ্টি বিক্রি হয়। আর আলুর দমের স্টল থাকে মেলা জুড়ে। মুড়ির সঙ্গে সেই আলুর দম পরিবেশন করা হয়।
কিভাবে যাবেন :
হাওড়া থেকে ট্রেনে প্রথমে হরিপাল স্টেশন। সেখান থেকে বাসে বা ট্রেকারে রাজবলহাট হয়ে জাঙ্গিপাড়া পৌঁছে মেলা দেখে নিন।