পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর এক গ্রাম সিটং। সবাই ডাকে অরেঞ্জ ভ্যালি নামে। দার্জিলিংয়ের খুব কাছেই এই গ্রামটি।
নিরিবিলি এই গ্রামে কিছু পাহাড়ি মানুষের বাস। কুয়াশামাখা পাহাড়ি পথ ধরে এগোলে দেখা যাবে চারিদিকে প্রচুর কমলালেবুর বাগান।
সিটং প্রবেশের সময় দেখা মিলবে পাহাড়ি রিয়াং নদী। নদীটি ছবির মত সুন্দর। নদীর কল কল শব্দ আপনাকে অনেকখানি প্রশান্তি দেবে। শান্ত পাহাড়ি নদীর কূলে গ্রামটি। রিয়াং নদীর ওপর কাঠের ব্রিজটি অসম্ভব সুন্দর।
সিটং গ্রামে কমলালেবুর টানে পর্যটকের ভিড় হয়। বাগানে এসে দু’দণ্ড জিরিয়ে নেন। বাগানে অনাবিল আনন্দ আপনি উপভোগ করবেন। বাগান মালিকের অনুমতি মিলে গেলে কিছু কমলালেবু সঙ্গে করে নিয়েও আসতে পারবেন। তবে এই বিষয়ে সচেতন হওয়া দরকার। মালিকের অনুমতি ছাড়া নিয়ে আসা ঠিক না। সিটং থেকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যায়।
কমলালেবু দেখার জন্য আদর্শ সময় নভেম্বর থেকে জানুয়ারি মাস। এখানে থাকার জন্য প্রচুর হোমস্টে আছে। নিউ জলপাইগুড়ি থেকে সিটং গ্রামের দূরত্ব মাত্র দুই ঘন্টা। দার্জিলিং থেকেও সাইট সিনে জায়গাটি ঘুরে দেখে নিতে পারবেন।