ওয়েবডেস্ক: পর্যটন দফতর, বন দফতরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় রিসর্ট রয়েছে মৎস্য দফতরেরও। বকখালির কাছে হেনরি আইল্যান্ড হোক, বা উদয়পুর সৈকতের কাছে ওশিয়ানা হোক, পর্যটকদের কাছে এই রিসর্টগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
কিন্তু এর পাশাপাশি রাজ্যের আরও কয়েকটি জায়গাতেও রিসর্ট রয়েছে মৎস্য উন্নয়ন নিগমের। কোথায় কোথায় এই রিসর্ট রয়েছে এবং তাদের কত ভাড়া, জেনে নেব বিস্তারিত ভাবে।
১) হেনরি আইল্যান্ড
*** সুন্দরি কমপ্লেক্স (নন-এসি দ্বিশয্যা ৮০০ টাকা, এসি দ্বিশয্যা ৯৯৯/১২০০ টাকা)।
*** ম্যানগ্রোভ কমপ্লেক্স (নন-এসি দ্বিশয্যা ২০০/৩০০ টাকা, এসি দ্বিশয্যা ১০০০/১২০০/১৪০০ টাকা)।
২) বকখালি (ফ্রেজারগঞ্জ)
ফ্রেজারগঞ্জ কমপ্লেক্স (নন-এসি দ্বিশয্যা ৬০০ টাকা, এসি দ্বিশয্যা ১২০০ টাকা)।
৩) দিঘা
*** ওল্ড দিঘা কমপ্লেক্স- বাংলো ১ (এসি দ্বিশয্যা ৯৯৯ টাকা) এবং বাংলো ২ (এসি ডরমিটরি ৩৫০ টাকা)।
*** ওশিয়ানা- কমপ্লেক্স ১ এবং কমপ্লেক্স ২ (এসি দ্বিশয্যা ১২০০ টাকা) এবং কমপ্লেক্স ২ (সাধারণ এসি দ্বিশয্যা ১২০০ টাকা, ডিলাক্স এসি দ্বিশয্যা ১৪০০/১৫০০ টাকা, সুপার ডিলাক্স এসি দ্বিশয্যা ১৬০০ টাকা, স্পেশ্যাল রুম ২০০০ টাকা)।
৪) পেটুয়াঘাট (পূর্ব মেদিনীপুর)
পেটুয়াঘাট গেস্ট হাউস (এসি দ্বিশয্যা ৯৯৯ টাকা)।
৫) শঙ্করপুর
মৎস্যগন্ধা কমপ্লেক্স (এসি দ্বিশয্যা ৯৯৯ টাকা)।
৬) বর্ধমান
যমুনাদিঘি আম্রপালি কমপ্লেক্স (নন-এসি দ্বিশয্যা ৬০০/৮০০ টাকা, এসি দ্বিশয্যা ১২০০ টাকা)
৭) শিলিগুড়ি
গিরিরাজ কমপ্লেক্স (নন-এসি দ্বিশয্যা ২৫০/৩৫০/৪০০ টাকা, এসি দ্বিশয্যা ৮০০/১০০০ টাকা)
৮) বিষ্ণুপুর
কৃষ্ণবাঁধ টুরিস্ট কমপ্লেক্স (এসি দ্বিশয্যা ৯৯৯/ ১২০০ টাকা)।
৯) কলকাতা
*** নলবন ফুড পার্ক (দ্বিশয্যা এসি কটেজ ১৪০০ টাকা)।
*** ক্যাপ্টেন ভেড়ি (দ্বিশয্যা এসি ২০০০ টাকা)।
অনলাইন পরিষেবার মধ্যে দিয়ে এই রিসর্টগুলি আপনি বুক করতে পারেন। বুক করার জন্য লগইন করুন http://wbsfdc.com/tourism/-এ।