তাঁবুতে তো থেকেছেন, কিন্তু ভাসমান তাঁবুতে?

ভ্রমণঅনলাইন ডেস্ক: মুম্বইয়ের কাছে ভাসমান তাঁবুর কথা শুনেছেন? শোনেননি তো? তা হলে তাড়াতাড়ি চলুন সেখানে।

জঙ্গলের ভেতরে থাকার অভিজ্ঞতা আছে, পাহাড়ের উপরে বা কোনো লেকের পাশে থাকার অভিজ্ঞতাও নিশ্চয়ই আছে। কিন্তু ভাসমান তাঁবুতে থাকার অভিজ্ঞতা হয়েছে কখনো? যদি না হয় তা হলে চলুন মহারাষ্ট্রের কারজাত অঞ্চলে । এখানে আপনি এক অন্য রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।

চেনা ছকের বাইরে গিয়ে এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ। নদীর উপরে ভাসমান তাঁবুতে থাকার অভিজ্ঞতার পাশাপাশি আরও নানা অ্যাডভেঞ্চারের সুবিধা আছে এখানে।

ভাসমান তাঁবু ছাড়াও এখানে রয়েছে গাছবাড়িতে থাকার ব্যবস্থা। আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হন, তা হলে এই অভিজ্ঞতা সঞ্চয় করতে ভুলবেন না।

আরও পড়ুন কালিম্পং যাবেন? নকদারার লেকে নৌবিহার অবশ্যই করবেন

এই জায়গায় আরও নানা আনন্দের ব্যবস্থা আছে, যেমন পার্টি, বনফায়ার, বার্বিকিউ, এবং নানা ধরনের খেলার ব্যবস্থা। এ ছাড়া খোলা আকাশের নীচে আপনার পছন্দের সিনেমা দেখার ব্যাবস্থাও আছে।

সাধারণ ক্যাম্পিং-এর থেকে এটি অনেক বেশি সাজানোগোছানো। এখানে রিভার র‍্যাফটিং-এরও ব্যবস্থা আছে। এই তাঁবুগুলিতে দু’জন থাকতে পারেন। তবে জলের উপর ভাসমান বলে ঠান্ডা লাগতে পারে। তাই বাড়ি থেকে কম্বল নিয়ে গেলে ভালো হবে।

তা হলে এর পর কারজাত যাচ্ছেন তো? দেরি কী সের ?

কী ভাবে যাবেন

মুম্বই থেকে কারজাত ৬২ কিমি। ট্রেনে, বাসে বা গাড়িতে যেতে পারেন।

কোথায় থাকবেন

মুনস্টোন হ্যামক ক্যাম্পিং গ্রাউন্ডস, কারজাত

যোগাযোগ

৯৭৬৯২৭৪৩৪০/৯৭৭৩৫৭০৮৯৮  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *