ভ্রমণঅনলাইন ডেস্ক: সাধারণত মন্দিরের নিজস্ব গেস্ট হাউস বললেই আমরা বুঝি ধর্মশালা টাইপের কিছু। যেখানে ঘর পরিচ্ছন্ন হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কোনো ব্যাপার থাকবে না। মন্দিরের গেস্ট হাউসের সেই চিরাচরিত ধারণাটাকেই বদলে দিয়েছে সোমনাথের সাগর দর্শন গেস্ট হাউস।
ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গুজরাতের সোমনাথ। আরব সাগরের এক্কেবারে ধারে অবস্থিত এই মন্দির আবার বহু ঐতিহাসিক ঘটনারও সাক্ষী। ধর্ম, ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে এক অনন্য জায়গা সোমনাথ।
আরও পড়ুন ভোপাল থেকে চলুন স্থাপত্য এবং ইতিহাসের শহর ভোজপুরে
এই মন্দিরের ঠিক পাশেই অবস্থিত মন্দির কমিটির গেস্ট হাউস সাগর দর্শন। এই গেস্ট হাউসকে দেখলে এক পলকে আপনার কোনো থ্রি-স্টার হোটেল মনে হতে পারে। হোটেলটির অধিকাংশ ঘরই সমুদ্রমুখী। ব্যালকনিতে বসে আরাম করে আরব সাগরকে প্রত্যক্ষ করা যেতে পারে।
এই গেস্ট হাউসে এসি দ্বিশয্যা ঘরের ভাড়া ২২৫০ টাকা, স্যুটের ভাড়া ৩০০০ টাকা।
তবে যাঁরা ঘরে বসে সমুদ্র দেখে দেখে সময় কাটাতে চান, তাঁদের জন্য এই গেস্ট হাউস এক কথায় অনন্য। আর যাঁরা শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার কারণে সোমনাথে থাকতে চান একটু কম খরচে, তাদের জন্যও গেস্ট হাউস রয়েছে মন্দির কর্তৃপক্ষের। সেগুলি হল লীলাবতী অতিথি ভবন, মহেশ্বরী অতিথি ভবন এবং তন্না অতিথি গৃহ।
সাগর দর্শন-সহ সব গেস্ট হাউসই অনলাইনে বুক করা যায়। বুকিং-এর জন্য লগইন করুন, booking.somnath.org-এই ওয়েবসাইটে।