ভ্রমণ অনলাইনডেস্ক: ভারতের যে কোনো জঙ্গলে যদি সাফারি করতে যেতে চান, তা হলে তা জিপ কিংবা হাতিতে হতে পারে। কিন্তু জানেন দেশে এমনও এক জঙ্গল আছে যেখানে আপনি হেঁটে সাফারি করতে পারবেন।
মধ্যপ্রদেশের নর্মদাপুরম (আগের হোসাঙ্গাবাদ) জেলায় অবস্থিত সাতপুরা জাতীয় উদ্যান। মধ্য় ভারতের উঁচু এলাকায় অবস্থিত এই অভয়ারণ্যে জীববৈচিত্র্যের এক বিশাল সম্ভার অনুভব করতে পারবেন। রোমাঞ্চকর ও নৈসর্গিক প্রকৃতির টান থাকলেও এখানে কিন্তু অল্পসংখ্যক পর্যটকেরই ভিড় হয়।
অনেকেই হয়তো জানেন না যে সাতপুরা জাতীয় উদ্যান হল ভারতের একমাত্র জাতীয় সংরক্ষিত অরণ্য যেখানে হেঁটেই জঙ্গল ভ্রমণে করতে পারবেন। এখানে হাতি সাফারি, জিপ সাফারিও রয়েছে, তবে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ বেয়ে হেঁটে চলার যে রোমাঞ্চকর অনুভূতি, তা সারা জীবনের একটি অভিজ্ঞতা।
সারা ভারত জুড়ে জাতীয় উদ্যানগুলিতে সাফারির গাড়ি বা হাতি থেকে নামতে নিষেধ করা হয়। হাঁটা তো দূর অস্ত। কিন্তু সাতপুরা ন্যাশানাল পার্কে আপনি পায়ে হেঁটেও জঙ্গল ঘুরে দেখতে পারবেন। এর কারণ হল এই অভয়ারণ্য়ে বাঘ প্রায় নেই। জাতীয় উদ্যানের মূল জোনে হাঁটার এক অনন্য অভিজ্ঞতার সুযোগ পেলে হাতছাড়া করবেন না কখনও।
সাতপুরা ন্যাশনাল পার্কের কোর জোনে হাঁটার অর্থ হল ঘন শাল ও সেগুনের বন, হালকা তৃণভূমি, জলাশয়ের ধার দিয়ে হেঁটে চলা। এই হাঁটা যে কোনো প্রকৃতিপ্রেমীর কাছে স্বপ্ন। সাতপুরায় বাঘের দেখা পাওয়া বিরল বটে, তবে বনের পথ বেয়ে হাঁটলে অসংখ্য পাখি, অন্যান্য পশু দেখতে পাবেন। সঙ্গী হবে ওই জঙ্গলের আদিবাসীরা।