ভ্রমণ অনলাইনডেস্ক: হোয়সল সাম্রাজ্যের প্রাচীন শহর লাক্কুন্ডি। হাম্পি থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত গদগ জেলার এই শহরকে এ বার হাম্পির পর্যটন সার্কিটে স্থান দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সে রাজ্যের পর্যটন দফতরের তরফে।
বর্তমানে লাক্কুন্ডিতে প্রায় পঞ্চাশটি মন্দির রয়েছে, যাদের মধ্যে বেশির ভাগেরই ভগ্নদশা। হোয়সল সাম্রাজ্যের যে বিশেষত্ব, তা এখানকার মন্দিরেও দেখা যায়। অর্থাৎ, মন্দিরের গায়ে অসাধারণ কারুকার্য। হিন্দু এবং জৈন ধর্মের সংমিশ্রণ খুঁজে পাওয়া যায় মন্দিরের কারুকার্যে। এখানকার সব থেকে পুরোনো মন্দিরটি হল ১০০৭ খ্রিস্টাব্দে তৈরি হওয়া ব্রাহ্ম জিনালয়।
এর তিন বছর পর, অর্থাৎ ১০১০ খ্রিস্টাব্দে তৈরি হওয়া বিরূপাক্ষ মন্দিরটি এখানে সব থেকে জনপ্রিয় মন্দির এবং এখনও ধুমধাম করে পুজো হয় এই মন্দিরে।
সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে কর্নাটকের পর্যটন দফতর দু’টো সার্কিটকে কার্যকর করতে চলেছে, মহিশুর সার্কিট এবং হাম্পি সার্কিট। মহিশুর সার্কিটের মধ্যে স্থান পেতে চলেছে বেলুর, হালেবিডু, সোমনাথপুর এবং আরও কিছু জায়গা। হাম্পি সার্কিটে স্থান পেতে চলেছে হাম্পি, বাদামি, বিজয়পুরা (বিজাপুর) এবং লাক্কুন্ডি।