পর্যটনের জোয়ার আনতে চার শহরকে হেলিকপ্টারে জুড়ল অসম

ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটকের সংখ্যা বাড়াতে ঢেলে সাজছে অসম। রাজ্যের চারটি প্রধান শহর গুয়াহাটি, ডিব্রুগড়, জোড়হাট ও তেজপুর। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে এই চার শহরের মধ্যে নয়া হেলিকপ্টার পরিষেবা চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসম ভ্রমণ আরও সহজ করতে পর্যটকদের জন্য এ বার অভিনব ভাবনা।

গত ৮ ফেব্রুয়ারি এই পরিষেবা শুরু হয়েছে। কেন্দ্রীয় সংস্থা পবন হংসের অধীনে মোট ৬টি হেলিকপ্টার রুটের মাধ্যমে চার শহরকে সংযুক্ত করা হয়েছে। রাজ্যের মধ্যে আঞ্চলিক সংযোগ প্রকল্পের প্রথম ধাপে পবন হংস মোট ৬টি রাজ্যে ৮৬টি রুট পরিচালনা করে। তার মধ্যে অসমের রুটটিই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে।

ডিব্রুগড়-জোড়হাট-তেজপুর-গুয়াহাটি-তেজপুর-জোড়হাট-ডিব্রুগড় নেটওয়ার্ক বলা হয়। এই নয়া সংযোগের লক্ষ্যই হল এই চার শহরকে বাণিজ্য ও পর্যটনকে সাহায্য করা ও উন্নত করা। ভ্রমণকারীদের জন্য দারুণ সুখবর, কারণ, এই হেলিকপ্টার পরিষেবা কেবল দীর্ঘ ফ্লাইট ওসংযোগকারী বাস ও ট্রেন ভ্রমণের তুলনায় ভ্রমণের আরও সুবিধাজনক মাধ্যম হয়ে উঠেছে। এখন এই হেলিকপ্টার সংযোগের মাধ্যমে, পর্যটকরা খুব সহজে ও খুব কম সময়েই এই গন্তব্যে পৌঁছাতে পারবে।

উল্লেখ্য, এই চারটি শহর পর্যটনের দিক থেকে অসমের সব চেয়ে গুরুত্বপূর্ণ স্থান। ডিব্রুগড় মানেই অসম চায়ের আঁতুড়ঘর। তাই এই কারণেই ডিব্রুগড়কে ভারতের চায়ের শহরও বলা হয়। অসমের তিনটি প্রধান চা উত্‍পাদনকারী জেলা তিনসুকিয়া, ডিব্রুগড় ও শিবসাগরের প্রবেশদ্বার হল এই ডিব্রুগড়।

জোড়হাট হল বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ মাজুলির প্রবেশদ্বার। জোড়হাট থেকে মাজুলি একটি সহজ যাতায়াতের ফেরি।হেলিকপ্টার পরিষেবা পাওয়া যাবে তেজপুরেও। কাজিরাঙা জাতীয় উদ্যানের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পৌঁছানো এখন অনেক সহজ হয়ে গিয়েছে। তেজপুর থেকে জাতীয় উদ্যানটি মাত্র ৫০ কিমি দূরে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *