বাড়ছে পর্যটক, তিন মাসে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের লাভ তিন কোটি

ভ্রমণ অনলাইনডেস্ক: করোনা পরিস্থিতি এখন অতীত। ২০২০-২১-কে পিছনে ফেলে এখন সামনে এগোনোর স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গের পর্যটনশিল্প । সমৃদ্ধির সূচক যে ঊর্ধ্বগামী, তা বুঝেছেন রাজ্য পর্যটন দফতররের কর্তারা। কারণ, সমস্ত রেকর্ড ভেঙে গত তিন মাসে রাজ্য পর্যটন উন্নয়ন নিগম লাভ করেছে প্রায় তিন কোটি টাকা।

পরিকল্পনামাফিক পদক্ষেপ করলে বা আগতদের আতিথেয়তায় নজর দিলে যে আয় আরও বাড়বে, সেটা বুঝতে পারছেন তাঁরা। লাভের টাকা পরিকাঠামো উন্নযনে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, “কোভিড পরবর্তী সময়ে তিন মাসে ২.৯৬ কোটি টাকা লাভ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিষেবার মানোন্নয়নে নজর দেওয়া হয়েছে। আগামীতে লাভের পরিমাণ আরও বাড়বে বলে আমাদের বিশ্বাস।”

নিগম সুত্রে খবর, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় তিন কোটি টাকা লাভ করেছে। এর আগের তিন মাসে আয় প্রায় দুই কোটি টাকা। নিগমের অধীনে রাজ্যে রয়েছে ৩৫টি লজ ও রেস্তোরাঁ। নিগম সূত্রে খবর, এই টাকা ব্যয় করা হবে লজ, রেস্তোরাঁগুলির পরিকাঠামো উন্নয়নে।

“যে লজের থেকে যত আয় হয়েছে, সেই লজ পর্যটকদের বেশি পছন্দ ধরে নিয়ে তার পরিকাঠামো উন্নয়নে বেশি নজর দেওয়া হবে”, এমনই বলেন নিগমের এক কর্তা। এই তালিকায় রয়েছে কালিম্পংয়ের মরগ্যান হাউসও। লজগুলির পরিকাঠামো খতিয়ে দেখার কাজ শুরুও করে দিয়েছে পর্যটন দফতর।

উল্লেখ্য, গত রবিবার পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে জলদাপাড়া, টিলাবাড়ির মতো উত্তরবঙ্গের একাধিক সরকারি লজে অতিথিদের পিঠেপুলি খাওয়ানোর আয়োজন করা হয়। তাতে ভালো সাড়া মিলেছে। দেশের তো বটে, সেই স্বাদে মজেন বিদেশি পর্যটকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *