গুয়াতেমালায় সন্ধান পাওয়া গেল দু’হাজার বছর পুরনো মায়ান শহরের

ভ্রমণ অনলাইনডেস্ক: দু’ হাজার বছরের পুরোনো মায়া সভ্যতার এক শহরের হদিশ পাওয়া গেল গুয়াতেমালাতে। আকাশ থেকে লেজার রশ্মি ব্যবহার করে একটি সমীক্ষা চালিয়ে এই শহরটির সন্ধান পান বিজ্ঞানীরা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বৈজ্ঞানিক অভিযাত্রাটি চালান। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেক্সিকোর সীমান্ত লাগোয়া গুয়াতেমালাতে ওই এলাকাটির আয়তন ৬৫০ বর্গমাইল। এলাকাটি গুয়েতেমালার মিরাডর-চালাকমুল কার্স্ট অববাহিকায় অবস্থিত। বিজ্ঞানীরা লাইন ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (এলআইডিআর বা লিডার) প্রযুক্তি ব্যবহার করে এই আবিষ্কার করেন।

গবেষকরা জানিয়েছেন, শহরটির প্রায় ২ হাজার বছর আগে অস্তিত্ব ছিল। সেখানে কমপক্ষে ১ হাজার বসতি ছিল। সব বসতির মধ্যে সংযোগ স্থাপনের জন্য ছিল কয়েকশো মাইল দীর্ঘ মহাসড়ক ও বাঁধ। নতুন আবিষ্কৃত এলাকায় বেশ কয়েকটি পিরামিড আকৃতির কাঠামোও দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। এ ছাড়া জল সংরক্ষণ এবং নিষ্কাশনের জন্য ওই এলাকায় জলাধার এবং নালা ছিল বলে জানিয়েছেন তারা। 

প্রাপ্ত চিত্র বিশ্লেষণ এবং ঘটনাস্থলে গিয়ে বিজ্ঞানীরা যে সব নমুনা দেখতে পেয়েছেন তার ভিত্তিতে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে, কিছু কিছু বসতির পাশেই বড়ো খেলার মাঠ বা বল কোর্ট ধরনের কিছু একটা ছিল। এ থেকে অনুমান করা যায় যে, প্রাচীন লোকজন সেখানে কোনো ধরনের খেলা খেলত। তারা মনে করেন যে, তাদের শহরের কিছু এলাকা রাজনীতি, বাণিজ্য এবং বিনোদনের কেন্দ্র হিসেবে আলাদা আলাদা ভাবে চিহ্নিত ছিল এবং ব্যবহৃত হত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *