গজলডোবায় শিকারা ভ্রমণ? পরিকল্পনা বাবুল সুপ্রিয়র

ভ্রমণ অনলাইনডেস্ক: কাশ্মীরের ডাল লেকের শিকারার মতো এ বার উত্তরবঙ্গের গজলডোবাতেও তেমনটা করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। পর্যটন দফতরের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার উত্তরবঙ্গ সফরে এসে এমনটাই জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়।

শুক্রবার ঘণ্টা দুয়েকের জন্য গজলডোবায় এসেছিলেন বাবুল। পর্যটন দফতর-সহ জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পর্যটনের মরশুমে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র গজলডোবায় ভ্রমণার্থীদের সংখ্যা বেড়েই চলেছে। তাই খুব তাড়াতাড়ি তিস্তা জলাধারকে ঘিরে শিকারা চালু করা হবে। কাশ্মীরের ডাল লেকের শিকারার মতোই।”

গজলডোবার নদীবক্ষে এই মুহূর্তে ৭২টি নৌকা রয়েছে। নৌকাগুলোকেই শিকারায় রূপান্তর করার কথা ভাবছে পর্যটন দফতর। পাশাপাশি গজলডোবাকে ঘিরে বেশ কিছু অভিনব পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বাবুল বলেন, “গজলডোবা নিয়ে আগেই বেশ কিছু পরিকল্পনা করা হয়েছিল। সে কাজের অগ্রগতি কতটা হয়েছে, তা খতিয়ে দেখছি আমি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *