jorepokhri

পর্যটনের প্রসারে উত্তরবঙ্গে একাধিক প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর

ভ্রমণঅনলাইন ডেস্ক: পর্যটনের প্রসারে উত্তরবঙ্গে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিং ম্যালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের মঞ্চেই এই প্রকল্পগুলির শিলান্যাস হয়। 

যে যে পর্যটন প্রকল্পের শিলান্যাস হয়েছে, সে গুলি হল-

  • ডেলো টুরিস্ট রিসর্ট, কালিম্পং
  • ঝালং টুরিস্ট রিসর্ট, কালিম্পং
  • চালসা টুরিস্ট রিসর্ট, জলপাইগুড়ি
  • ক্যাম্পসাইট, ভোরের আলো, গজোলডোবা
  • টংলু ইকো কটেজ, সান্দাকফু সার্কিট, দার্জিলিং
  • বোদাগঞ্জে বিভিন্ন পর্যটন সুলভ ব্যবস্থা, জলপাইগুড়ি। 

আরও পড়ুন গজলডোবায় চালু হল ‘ভোরের আলো’, দেখে নিন কিছু ছবি

এ দিকে পাহাড়ে পর্যটনের প্রসারে আরও অনেক কিছু প্রকল্পের কাজ চলছে। দার্জিলিং-এর কাছে টাইগার হিলে কটেজের কাজ কিছু দিনের মধ্যেই শেষ হবে। পাশাপাশি কালিম্পং-এ মর্গ্যান হাউস তুরিস্ট লজ সংস্কারের কাজও শেষ হয়েছে। 

মুখ্যমন্ত্রীর আশা, এর পর পর্যটকের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে দার্জিলিং পাহাড়। 

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *