বিশেষ ভাবে সক্ষমদের আকৃষ্ট করার জন্য পদক্ষেপ ভিক্টোরিয়া মেমোরিয়ালের

কলকাতা: বিশেষ ভাবে সক্ষমদের কাছে টানার জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। এই মুহূর্তে ভিক্টোরিয়ায় কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আগামী বছর এপ্রিলের মধ্যে সেই কাজ শেষ হবে। তার পরেই এই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত।

জয়ন্তবাবু বলে, সংগ্রহশালায় ৫০টি নিদর্শনের সামনে ব্রেলি ব্যবস্থা থাকবে। এর ফলে দৃষ্টিহীনরা ভালো করেই নিদর্শনগুলির ব্যাপারে বুঝতে পারবেন।

এ ছাড়াও প্রথম তলের সংগ্রহশালায় যাওয়ার জন্য বিশেষ ভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকদের জন্য লিফ্‌ট তৈরি করা হবে। পাশাপাশি ভিক্টোরিয়ার বাগানে পরিচর্চা এবং নিরাপত্তারক্ষীদের জন্য রাখা দুই ব্যাটারি চালিত গাড়িকে ব্যবহার করা হবে বিশেষ ভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকদের জন্য।

১৯২১ সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল খুলে দেওয়া হলেও তখন বিশেষ ভাবে সক্ষমদের জন্য কোনো পরিকল্পনা ছিল না। তবে ভিক্টোরিয়ার ‘হেরিটেজ’ তকমাকে অক্ষত রেখেই যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে বলে জানিয়েছেন জয়ন্তবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *