কর্নাটকে সপ্তাহান্তিক কার্ফু থেকে নানা ছাড় পর্যটকদের, সাফারিতেও অনুমতি

বেঙ্গালুরু: কোভিডের তৃতীয় ঢেউ রুখতে বিভিন্ন রাজ্যের মতো কর্নাটকও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সপ্তাহান্তে কার্ফু। এই সপ্তাহান্তিক কার্ফুতে সব কিছু বন্ধ রাখা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রেখেছে রাজ্য সরকার। সপ্তাহান্তিক ভ্রমণে আসা পর্যটকদের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে।

কর্নাটক সরকারের পর্যটন সচিব পঙ্কজ কুমার পাণ্ডে এ ব্যাপারে শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করেন। তাতে বলা হয়েছে –

(১) পর্যটকরা সপ্তাহান্তে যেখানে থাকবেন, সেই জায়গায় থাকার নথি তাঁদের কাছে থাকলে, তাঁরা গাড়ি/ট্যাক্সি বা অন্য যে কোনো পরিবহণে ভ্রমণ করতে পারবেন।

(২) হোটেল/রিসর্ট-এ যে সব অতিথি রয়েছেন, তাঁদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

(৩) হোটেল/রিসর্ট-এ থাকা ওই সব অতিথিদের জন্যই শুধু সব কিছু সুবিধা চালু থাকবে।

(৪) হোটেল/রিসর্ট-এ বুকিং-এর কাগজপত্র নিয়ে অতিথি চেক-ইন এবং চেক-আউট করতে পারবেন।

(৫) কোভিড আচরণবিধি মেনে চলার শর্তে বনাঞ্চল ও অভয়ারণ্যে সাফারি করা যাবে।

আরও পড়তে পারেন

উত্তরাখণ্ডের চারধাম যাওয়ার হারিয়ে যাওয়া হাঁটাপথ খুঁজে পেল বিশেষজ্ঞদল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *