ভ্রমণ অনলাইনডেস্ক: বেড়াতে যাবেন আপনি আর টাকা দেবে সে দেশেরই সরকার। অবিশ্বাস্য এই ব্যাপারটাই এ বার হতে চলেছে তাইওয়ানে। সে দেশে বেড়াতে গেলে এমনই সুযোগ পাবেন পর্যটকেরা। তাইওয়ান ঘুরে দেখার জন্য, আপনাকে টাকা দেবে ওই দেশের সরকারই।
কোভিডের পর থেকে মানুষের মধ্যে ভ্রমণের নেশা আরও বেড়ে গিয়েছে। বিদেশ ভ্রমণেও আর কোনো কোভিডের বিধিনিষেধ মানতে হচ্ছে না। তাই মানুষের মধ্যে ‘রিভেঞ্জ ট্রাভেল’ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাতেও তাইওয়ানের পর্যটনশিল্পে খুব একটা লাভ হচ্ছে না। তাই আন্তর্জাতিক পর্যটকদের নজর কাড়তে নতুন নীতি চালু করল তাইওয়ান।
তাইওয়ানে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করলে পর্যটকদের ১৬৫ ডলার করে দেবে সে দেশের সরকার। যার ভারতীয় মূল্য হল ১৩,৬৫১ টাকা। অনেকেই আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্র্যাভেল গ্রুপগুলো বেছে নেন। সেখানেও বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে তাইওয়ান সরকার। দেশ ঘুরিয়ে দেখানোর জন্য ট্যুর গ্রুপগুলিকে নগদ পুরস্কার দেওয়া হবে।
তাইওয়ানের প্রধানমন্ত্রী চেন চিয়েন-জেন জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যটকদের নজর কাড়তেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাইওয়ান সরকারের লক্ষ্য ২০২৩ সালে ৬০ লক্ষ পর্যটককে সে দেশে নিয়ে আসা। ২০২৫ সালের মধ্যে ১ কোটি পর্যটক যাতে তাইওয়ান আসেন, সেটাই লক্ষ্য সরকারের। কোভিডের কারণে মুখ থুবড়ে পড়েছিল সে দেশের পর্যটক ব্যবস্থা। তিন বছর কাটলেও সেখানে পর্যটকদের খুব একটা ভিড় হয় না। তাই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতেই এমন পরিকল্পনা সরকারের।
ভারতীয় মূল্য অনুযায়ী তাইওয়ান সরকার প্রতি পর্যটককে ১৩,৬৫১ টাকা দেবে। অন্য দিকে, ট্যুর গ্রুপকে ভারতীয় মূল্য অনুযায়ী ৫৪,৪৪৯ টাকা। সে দেশের পরিবহনমন্ত্রী ওয়াং কুও-সাই জানিয়েছেন, এই অর্থ ডিজিটালের মাধ্যমে দেওয়া হবে। পর্যটকেরা এই অর্থ তাইওয়ানে পরিদর্শনের সময় হোটেল ভাড়া ও পরিবহণ খাতে খরচ করতে পারবে।