জলদাপাড়ার ঘটনা থেকে শিক্ষা, একগুচ্ছ নির্দেশিকা বন দফতরের

ভ্রমণ অনলাইনডেস্ক: গত শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে ভয়ানহ ঘটনা ঘটেছিল। জঙ্গল সাফারিতে গিয়ে উলটে গিয়েছিল পর্যটকদের গাড়ি। দুই গন্ডার ধাওয়া করায় জিপসি গাড়িটির পিছু হঠতে গিয়ে ঘটে ভয়ংকর ঘটনা। এর পরই জঙ্গল সাফারি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল বন দফতর।

প্রসঙ্গত, উল্লেখ্য শনিবার দুপুরে জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের আক্রমণে নজিরবিহীন দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকবোঝাই জিপসি গাড়ি। গাড়ির চালক, গাইড ও ৫ জন পর্যটকের সকলেই আহত হন। বরাতজোরে বড়ো বিপদ আটকানো গিয়েছে।

ওই দুই গন্ডার যদি জঙ্গলের ভিতর না ঢুকে পর্যটকদের দিকে ধেয়ে আসত, আরও ভয়ংকর কিছু ঘটে যেতে পারত। ঘটনার খবর পাওয়া মাত্রই বন দফতর তৎপরতার সঙ্গে পর্যটকদের উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। যদিও পরবর্তীকালে ওই পর্যটককে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার কথা মাথায় রেখে রবিবার দুপুরে জলদাপাড়ার ডিএফও দীপক এমের নেতৃত্বে গাইড, জিপসি চালক ও জিপসি মালিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

এই বৈঠকের পরেই বন দফতর নির্দেশিকা জারি করে বলেছে, এখন থেকে জঙ্গলের ভিতরে কোনো পর্যটক জিপসি থেকে নীচে নামতে পারবেন না। খোলা যাবে না গাড়ির দরজাও। হাতি, বাইসন বা গন্ডার দেখার সময় পর্যটকরা কাছে যাওয়ার অনুরোধ করলেও গাইডদের শক্ত হাতেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রাখতেই হবে।

জারি করা নির্দেশিকা না মানলে নিয়ম ভাঙার দায়ে ব্যবস্থা নেবে বন দফতর। এ ছাড়াও জঙ্গলের পথের পাশে থাকা ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হবে, যাতে দূর থেকে বন্যপ্রাণীদের আনাগোনা লক্ষ করা যায়। জিপসি চালক ও গাইডদের নিয়ে দ্রুত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে বন দফতর। এ ছাড়াও প্রতিটি সাফারির গাড়িতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও রাখতে হবে।

বৈঠকের শেষে জলদাপাড়া বনবিভাগের ডিএফও দীপক এম বলেন, “ওই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা পর্যটক, গাইড ও জিপসি চালকদের জন্য বেশ কিছু কড়া বিধিনিষেধের নির্দেশিকা জারি করেছি।” জলদাপাড়া জিপসি মালিক সংগঠনের সম্পাদক গোপাল সন্ন্যাসী বলেন, “বৈঠকে আমরা অতিরিক্ত নিরাপত্তা দাবি করেছি। তাতে আমরা এবং বেড়াতে আসা পর্যটক উভয় পক্ষই নিরাপদে থাকবে। এখন তা কী ভাবে সুনিশ্চিত হবে তা ঠিক করবে বন দফতর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *