১ এপ্রিল থেকে সপ্তাহে একদিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে সুন্দরবন

Sundarban

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সুন্দরবন ভ্রমণ পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কিছু দিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় এ বিষয়ে একটি নির্দেশিকা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পকে পাঠিয়েছেন।

নির্দেশিকাটি পাওয়ার পর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অজয়কুমার দাস ব্যাঘ্র প্রকল্পের সমস্ত রেঞ্জারকে সোমবার পৃথক একটি নির্দেশিকা পাঠিয়ে বিষয়টি জানান। ১ এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব কাজকর্মের ক্ষেত্রে সুবিধার জন্যই এই পদক্ষেপ বলে দফতর সূত্রের খবর।

এত দিন সপ্তাহের সাত দিনই পর্যটকেরা সুন্দরবন ভ্রমণের সুযোগ পেয়েছেন। যদিও করোনা পরিস্থিতিতে এখানে দীর্ঘ দিন পর্যটন বন্ধ ছিল। দেবলবাবু বলেন, ‘‘রাজ্যের সমস্ত বড়ো অভয়ারণ্যে সপ্তাহে এক দিন করে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকে। এতে অভয়ারণ্যের নিজস্ব কাজকর্ম করতে সুবিধা হয়। এ বার থেকে সুন্দরবনেও সেই নিয়ম জারি হল। ইতিমধ্যে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জ, বসিরহাট রেঞ্জ, ন্যাশনাল ফরেস্ট (ইস্ট) ও ন্যাশনাল ফরেস্ট (ওয়েস্ট)-সহ সব রেঞ্জকে এ বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে।’’

তবে পর্যটকদের জন্য বন্ধ থাকলেও মঙ্গলবার স্থানীয় মানুষের যাতায়াতে কোনো রকম বিধিনিষেধ থাকছে না। পাশাপাশি, এই একটা দিন বন্ধ রাখার জন্য ব্যাঘ প্রকল্পের রক্ষনণাবেক্ষণ আরও ভালো হবে বলে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *