ভ্রমণ অনলাইন ডেস্ক: পুজোয় ছোটো ছুটিতে কাছাকাছি কোনো রাজ্যে বেড়াতে যেতে চান? তা হলে ভাবতেই পারেন সিকিমের কথা। শেষ পর্যন্ত সিকিম খুলে যাচ্ছে পর্যটকদের জন্য।
যে সব রাজ্যের অর্থনীতি মূলত পর্যটন-নির্ভর, তারা ধীরে ধীরে তাদের দরজা পর্যটকদের জন্য খুলে দিচ্ছে।
হিমাচল প্রদেশ বাইরের রাজ্যের মানুষের জন্য সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর সেই পথে হাঁটল সিকিম। ১ অক্টোবর থেকে কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই ঢোকা যাবে সিকিমে।
একই সঙ্গে রাজ্যের সমস্ত হোটেল, হোমস্টে এবং পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত কাজকর্ম শুরু করে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ১০ অক্টোবর থেকে রাজ্যের সমস্ত হোটেল ও হোমস্টে খুলে যাচ্ছে। সেই সঙ্গে ওই দিনই শুরু হয়ে যাবে পর্যটন সম্পর্কিৎ সমস্ত ক্রিয়াকলাপ।

তবে বাইরের পর্যটকদের জন্য রাজ্যের দরজা পুরোপুরি খুলে দেওয়ার আগে আরও এক দফা কড়াকড়ি লকডাউন করা হচ্ছে রাজধানী গ্যাংটকে।
সিকিম সরকারের স্বরাষ্ট্র দফতর শনিবার এক নির্দেশনামায় জানিয়েছে, গ্যাংটক মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় ২১ সেপ্টেম্বর থেকে পুরোপুরি লকডাউন শুরু হবে। এই লকডাউন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কালে অত্যাবশ্যকীয় গাড়ি ছাড়া কোনো রকম গাড়ি চলাচলে অনুমতি দেওয়া হবে না। এমনকি টু-হুইলারও নয়।
২৭ তারিখের পর গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ১ তারিখ থেকে বাইরের পর্যটকদের কোনো রকম বাধা ছাড়াই সিকিমে ঢুকতে দেওয়া হবে।
ভ্রমণ অনলাইনে আরও পড়তে পারেন
এখন ফসল তোলার মরশুম, তাই পর্যটকদের জন্য কিন্নৌর বন্ধ ১ নভেম্বর পর্যন্ত