ভারতের ৫৩তম ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষিত হল উত্তরপ্রদেশের এই জঙ্গল

ভ্রমণ অনলাইনডেস্ক: ভারতের পর্যটনে নতুন পালক জুড়ল। উত্তরপ্রদেশের রানিপুরকে ভারতের নতুন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হল। এর আগে ৫২টা ব্যাঘ্র প্রকল্প ছিল ভারতে। এ বার সেই তালিকাটি আরও একটু বাড়ল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব টুইটারে রানিপুর টাইগার রিজার্ভের কথা ঘোষণা করেছেন।

রানিপুর টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত। ৫২৯.৩৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই টাইগার রিজার্ভ। যার মধ্যে কোর এলাকা ২৩০.৩২ বর্গ কিমি এবং বাফার এলাকা ২৯৯.০৫ বর্গ কিমি। ২০১৮-এর রিপোর্ট অনুযায়ী দেশে বাঘের সংখ্যা ২,৯৬৭। এর মধ্যে ১৭৩টি বাঘ রয়েছে শুধু উত্তরপ্রদেশে।

রানিপুর টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশের চতুর্থ ব্যাঘ্র প্রকল্প। রানিপুর ছাড়াও উত্তরপ্রদেশে দুধওয়া, পিলিভিট এবং আমনগড় নামে আরও তিনটি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। আমনগড় টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশের বিজনর জেলায় অবস্থিত। এটি আবার জিম করবেট জাতীয় উদ্যানের একটি বাফার জোন।

বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২-এর অধীনে রানিপুরকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। আগামী দিনে এই টাইগার রিজার্ভ দেশের বাঘ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এই অভয়ারণ্য বাঘ, চিতাবাঘ, ভালুক, হরিণ, সাম্বার, চিঙ্কার মতো স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল।

আরও পড়তে পারেন

চলুন ঘুরে আসি রাজস্থান ২: জয়পুর-ফতেপুর-বিকানের-অজমের

হৈমন্তীপার্বণ: শঙ্খ নয়, হাওড়ার ভট্টাচার্যবাড়ির জগদ্ধাত্রীর বাঁ হাতে থাকে খড়্গ

রাজস্থানে উন্মোচিত হল বিশ্বের উচ্চতম শিবমূর্তি

মহিলা-বান্ধব পর্যটন’ প্রকল্পের সূচনা করল কেরলের পর্যটন দফতর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *