পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর পেতে চলেছে ভারতের এই রাজ্যটি

ভ্রমণ অনলাইনডেস্ক: ভারতের একমাত্র রাজ্য হিসেবে একটি রেকর্ড করতে চলেছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে এক সঙ্গে কাজ করবে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর কাজ করছে। কিছু দিনের মধ্যেই আরও তিনটে সক্রিয় হবে।

লখনউ এবং বারাণসী বিমানবন্দর আন্তর্জাতিক। রাজ্য সরকারের তরফে জানা গিয়েছে যে কুশিনগর বিমানবন্দরেও আন্তর্জাতিক বিমান ওঠানামা করবে। ফলে এই বিমানবন্দরটিও আন্তর্জাতিক তকমা পেয়ে যাবে।

এ ছাড়া আরও দুটো জায়গায় আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে কাজকর্ম হচ্ছে। সেগুলি হল অযোধ্যা এবং নয়ডা। নয়ডায় কোনো বিমানবন্দর ছিলই না। গত বছর ২৫ নভেম্বর সেখানে বিমানবন্দরের শিলান্যাস হয়। নয়ডা বিমানবন্দর দেশের বৃহত্তম বিমানবন্দরও হতে পারে বলে মনে করা হচ্ছে।

শুধু বিমানেই নয়, রাজ্যে রেল এবং রোপওয়ে যোগাযোগের উপরেও বিশেষ নজর দিচ্ছে যোগী সরকার। আর তা ২০২৩-২৪-এর বাজেটে স্পষ্ট। বারাণসীতে মানুষের যাতায়াতের জন্যে রোপওয়ে প্রজেক্টের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে বাজেটে। এর মধ্যে দেড়শো কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।

উত্তরপ্রদেশের চারটি বড়ো শহরে মেট্রো রেল পরিষেবা দিতে আগামী অর্থবছরে ২৫০০ কোটিরও বরাদ্দের প্রস্তাব বাজেটে। এ ছাড়াও বাজেটে লখনউ-সহ প্রত্যন্ত এলাকাগুলিতেও পর্যাপ্ত সমস্ত পরিকাঠামো তৈরির করার ক্ষেত্রেও বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *