ভ্রমণঅনলাইন ডেস্ক: লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, যে ট্রেনে আপনি ভ্রমণ করবেন, সেই ট্রেনের কেমন যাচ্ছে, লেট করছে কি না সেই ব্যাপারে আপনার চিন্তা থাকেই। সে জন্য বারবার মোবাইল ঘাঁটতেও হয় আপনাকে। কিন্তু সেখানেও সমস্যার অন্ত নেই। ১৩৯-এ কল করলে বলবে লাইন ব্যস্ত, বা ন্যশনাল ট্রেন এনকোয়ারির ওয়েবসাইট দেখতে গেলে হয়ত দেখবেন সাইট খুলছে না। অগত্যা কিছু করার থাকবে না তখন আপনার, ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া।
এই সমস্যা কিছুটা দূর হতে পারে এবার। ট্রেন কেমন চলছে সে ব্যাপারে সরাসরি আপনার কাছে হোয়াটসআপের মাধ্যমে তথ্য চলে আসতে পারে।
এই ব্যাপারে ‘মেক মাই ট্রিপ’-এর সঙ্গে একটি গাঁটছড়া বেঁধেছে রেল। এর ফলে মেক মাই ট্রিপের থেকে আপনি হোয়াটসআপের মাধ্যমে জানতে পেরে যাবেন আপনার ট্রেন কীরকম চলছে।
এর জন্য এই তথ্যগুলি খেয়াল রাখুন
১) প্রথমে আপনার ফোনে ‘মেক মাই ট্রিপ’-এর নম্বর সেভ করে নিন। নম্বরটি হল ৭৩৪৯৩৮৯১০৪। তারপর হোয়াটসআপে ‘মেক মাই ট্রিপ’-এর চ্যাট বক্সটি খুলুন।
২) চ্যাট বক্সে আপনার পছন্দ মত একটি ট্রেনের নম্বর লিখুন। নীচের ছবিতে দেখুন একটি ট্রেনের নম্বর লেখা হয়েছে ১১০০৭।
৩) সঙ্গে সঙ্গেই ট্রেনটির সম্পর্কে যাবতীয় তথ্য, কত দেরিতে চলছে, বর্তমানে কোন স্টেশনের কাছে আছে, সব আপনার কাছে চলে আসবে।