হাজারদুয়ারি প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম, অসন্তুষ্ট পর্যটকমহল

ভ্রমণ অনলাইনডেস্ক: মুর্শিদাবাদের হাজারদুয়ারি পর্যটক মহলে অত্যন্ত জনপ্রিয়। শীত পড়তেই সেখানে পর্যটকদের আগমন যেন আরও বাড়তেই থাকে। সংগ্রহশালার লাগোয়া উদ্যানও যথেষ্ট জনপ্রিয়। সেখানে কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায় দিব্য। আড্ডা আর নিজস্বী তোলার ফুরসত তো থাকছেই।

কিন্তু এ বার থেকে হাজারদুয়ারি প্যালেসের প্রাঙ্গণে ঢুকতে গেলেই খসাতে হবে গ্যাঁটের কড়ি। এখন থেকে শুধু ঐতিহাসিক স্মৃতিসৌধ হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের ভিতরে ঢুকতে নয়, খোলা মাঠে যেতেও লাগছে টিকিট। অহেতুক ভিড়, উৎপাত রুখতেই এই পন্থা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে সংগ্রহশালা কর্তৃপক্ষ। যদিও এতে অসন্তুষ্ট অনেকেই।

১ নভেম্বর থেকেই নতুন নিয়ম চালু হয়ে গিয়েছে। প্যালেস মিউজিয়াম কর্তৃপক্ষের এমন নির্দেশিকা জারি হতেই বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়েছে। পর্যটনের মরশুম আসতেই এমন নির্দেশিকায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও।

তবে মিউজিয়াম কর্তৃপক্ষের দাবি, হাজারদুয়ারি চত্ত্বরে বেশ কয়েক মাস ধরেই মাদকাসক্তদের অহেতুক ভিড়, উৎপাত শুরু হয়েছে। মিউজিয়াম দর্শনে না এলেও অসংখ্য পর্যটক ঘণ্টার পর ঘণ্টা প্রাঙ্গণ জুড়ে সময় কাটাচ্ছেন। অহেতুক ভিড় এবং অবাধ গতিবিধি নিয়ন্ত্রণের জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরাতত্ত্ব বিভাগের এই সিদ্ধান্ত মানতে নারাজ নবাব পরিবারও। ইতিমধ্যে নবাব পরিবারের পক্ষ থেকে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগে স্মারকলিপি পাঠানো হয়েছে। নবাব পরিবারের সদস্য ফহিম মির্জা বলেন, “আমরা এর প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি পাঠিয়েছি। এই নিয়ম চালু হলে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সঙ্গে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।”

আরও পড়তে পারেন

চলুন ঘুরে আসি গুজরাত ১: বডোদরা-মধেরা-পাটন-অমদাবাদ

চলুন ঘুরে আসি রাজস্থান ৪: মাউন্ট আবু-উদয়পুর-চিতোরগড়-বুন্দি-রনথম্ভোর

চলুন ঘুরে আসি রাজস্থান ৩: বিকানের-জৈসলমের-বাড়মের-জোধপুর

চলুন ঘুরে আসি রাজস্থান ২: জয়পুর-ফতেপুর-বিকানের-অজমের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *