১ জানুয়ারি থেকে ভিসা ছাড়া আর এই দেশে ঢুকতে পারবেন না ভারতীয়রা

ভ্রমণ অনলাইনডেস্ক: বিশ্বের এমন ৬০টি দেশ রয়েছে যেখানে ভারতীয়রা পৌঁছোনো মাত্রই ভিসার পরিষেবা পান অথবা ভিসা ছাড়াই সেখানে ঢুকতে পারতেন ভারতীয়রা। সেই দেশগুলোর মধ্যে আপাতত নাম রয়েছে সার্বিয়ার। কিন্তু নতুন বছর শুরু হলেই সেটা আর থাকবে না। ১ জানুয়ারি, ২০২৩ থেকে সার্বিয়া গেলে ভারতীয়দের ভিসা নিতে হবে।

এত দিন পর্যন্ত ভারতীয়রা ছাড়া ভিসা ছাড়া সার্বিয়ায় প্রবেশ করতে পারতেন। সেখানে ভিসা অন অ্যারাইভালের সুযোগ ছিল ভারতীয়দের। ভারতীয় নাগরিকদের সার্বিয়ায় ভিসা ছাড়াই ৯০ দিন থাকার অনুমতি ছিল। সেই জায়গায় অন্যান্য দেশের নাগরিকরা ৩০ দিন থাকতে পারতেন সে দেশে। কিন্তু ভারতীয় পাসপোর্টের ক্ষেত্রে এই নিয়ম আর রইল না। সার্বিয়া সরকার এ বার আর ভিসা ছাড়া ভারতীয়দের সে দেশে প্রবেশের অনুমতি দেবে না।

২০১৭ সালের সেপ্টেম্বরে সার্বিয়ায় ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দেওয়া শুরু হয়। সেই থেকে ভারতীয় নাগরিকরা ছাড়া ভিসা ছাড়াই সে দেশে ভ্রমণ করতে পারতেন। কিন্তু অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ভিসা নীতির প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করার উদ্দেশ্যে,ভারতীয়দের ভিসা ছাড়া প্রবেশের অনুমতি বাতিল করেছে সে দেশের সরকার। যদিও এখন সার্বিয়ায় ভ্রমণকারী ভারতীয়রা সার্বিয়ায় ভিসা-মুক্ত প্রবেশের কারণে সার্বিয়ার প্রতিবেশী দেশ এবং অন্যান্য ইউরোপীয় দেশে ভ্রমণ করতে পারেন না।

২০২৩-এর ১ জানুয়ারি থেকে সার্বিয়া যেতে গেলে আপনাকে নয়াদিল্লিতে সার্বিয়ার দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। সেটা ৩০ দিনের জন্য। এর চেয়ে বেশি দিন থাকার অনুমতি আপাতত সে দেশের সরকার দিচ্ছে না।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *