বাধা নেই সে দেশে ঘুরতে যাওয়ার, বিদেশি পর্যটকদের জন্য নিয়ম শিথিল করল চিন

ভ্রমণ অনলাইনডেস্ক: কড়া বিধিনিষেধ থেকে বেরিয়ে এল চিন। বিদেশিদের সে দেশে ভ্রমণে আর কোনো বাধা রইল না।  নিভৃতবাসের মতো কড়াকড়ি বন্ধ করা হয়েছে চিন সরকার জানিয়েছে, নতুন নিয়ম নতুন বছরের ৮ জানুয়ারি থেকেই চালু হবে।

এমনিতে চিনের কোভিড সংক্রমণের সঠিক হিসেব আদৌ স্পষ্ট নয়। কারণ সরকারি তথ্য বলছে গত ২ ডিসেম্বর সে দেশে দৈনিক সংক্রমণ ৬২ হাজারে উঠেছিল, কিন্তু বর্তমানে তা ৫ হাজারে নেমে এসেছে। মৃত্যু হচ্ছে দৈনিক একজন মানুষের। ফলে সংবাদমাধ্যমে যা প্রচার করা হচ্ছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

কোভিডের শুরু থেকেই ‘জিরো কোভিড নীতি’ নিয়ে চলছিল চিন। তাই করোনা সংক্রান্ত কড়াকড়ি যেমন লকডাউন, নিভৃতবাসের ঘোষণা প্রথম হয়েছিল চিনেই। ২০১৯ সালে চিনের উহান প্রদেশে করোনার ভাইরাস ধরা পড়ার পরই চিন লকডাউন ঘোষণা করে। করোনা মোকাবিলায় এই কিছু দিন আগেও একই নিয়ম কার্যকর ছিল চিনে। কিন্তু সেই পথ থেকে অনেকটাই সরে এল তারা।

চিনের বিভিন্ন মহলে খবর, উদার হতে চলেছে লকডাউনের নিয়মও। এমনকি, বিদেশ থেকে আসা পর্যটকদের যে কোভিড পরীক্ষা এবং ৭ দিন নিভৃতে থাকার নিয়ম মানতে হত, তারও আর প্রয়োজন নেই। বদলে বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা পর্যটকদের কাছে অবারিত করা হবে চিনে প্রবেশের দরজা।

দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিদেশি পর্যটকদের মধ্যে যাঁদের জ্বর বা ফ্লু-এর মতো উপসর্গ থাকবে, তাঁদেরই শুধু কোভিড পরীক্ষা করা হবে। বাকিদের নয়। কমিশন জানিয়েছে, শীঘ্রই চিনের বাসিন্দারাও চিন থেকে দেশের বাইরে যেতে পারবেন। তবে তাঁদের ক্ষেত্রে কোভিড পরীক্ষার নিয়ম মানা হবে বলে জানিয়েছে চিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *