১ জুন থেকে রোজ ২০০টি নন-এসি যাত্রীট্রেন

ভ্রমণ অনলাইন ডেস্ক: আগামী ১ জুন থেকে ২০০টি বিশেষ যাত্রীট্রেন চালাবে ভারতীয় রেল। এর ফলে দেশের ছোটো ছোটো শহরের বাসিন্দারা উপকৃত হবেন। ভারতীয় রেলের তরফে এই খবর জানানো হয়েছে। এই ট্রেনগুলি রোজ চলবে এবং এতে নন-এসি দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে। বর্তমানে দিল্লির সঙ্গে ১৫টি শহরের যোগাযোগের জন্য রাজধানী এক্সপ্রেসের রুটে বিশেষ এসি ট্রেন চালানো হচ্ছে। এ ছাড়াও চলছে শ্রমিক স্পেশ্যাল। ১ জুন থেকে যে ২০০টি বিশেষ যাত্রীট্রেন চলবে তা এই ট্রেনগুলির অতিরিক্ত। এই বিশেষ যাত্রীট্রেনের টিকিট শীঘ্রই অনলাইনে দেওয়া শুরু হবে। সব ধরনের যাত্রীই এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। এ ব্যাপারে রেলমন্ত্রী পীযূষ গোয়াল টুইট করে একই কথা জানিয়েছেন। কোন কোন রুটে এই নন-এসি ট্রেনগুলো চলবে তা রেল বিস্তারিত ভাবে না জানালেও রেলের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, দেশের ছোটো শহরগুলির মধ্যে যোগাযোগ সাধন করবে এই ট্রেন। পরিযায়ী শ্রমিকরা যদি শ্রমিক স্পেশ্যাল ট্রেনে চড়তে না পারেন তা হলে তাঁরা এই নন-এসি যাত্রীট্রেনে চড়তে পারবেন বলে রেল জানিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার প্রেক্ষিতে ভারতীয় রেল তার সমস্ত নিয়মিত ট্রেনের চলাচল ৩০ জুন পর্যন্ত বাতিল করেছে। আরও পড়ুন: জ্বর আছে কিনা দেখা হবে রোজ, হোটেলে চালু হতে পারে নয়া বিধি রেল জানিয়েছে, যাঁরা নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য সড়কপথ ধরে হেঁটে চলেছেন, তাঁদের চিহ্নিত করে তাঁদের নাম কাছাকাছি জেলা সদরে নথিভুক্ত করে, সব চেয়ে কাছের মেন লাইন রেলস্টেশনে পৌঁছে দেওয়ার জন্য তারা রাজ্য সরকারগুলিকে অনুরোধ করেছে। এ ধরনের ভ্রামণিকদের তালিকা দেওয়ার জন্য রাজ্যগুলিকে বলেছে রেল। বাকি পথ যাতে তাঁরা শ্রমিক স্পেশ্যালে ভ্রমণ করতে পারেন তার ব্যবস্থা করবে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *