চারধামের রেজিস্ট্রেশন কী ভাবে করবেন

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে চারধাম যাত্রা। এই যাত্রা নিয়ে এ বার আরও কড়া হচ্ছে উত্তরাখণ্ড সরকার। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার তীর্থযাত্রীদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে রাজ্যের সরকার।

উল্লেখ্য, গত বছর মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল চারধামে। চারধামের পথে অনেকের মৃত্যু হয়েছিল নানা কারণে। তবে রেজিস্ট্রেশনের কোনো ব্যাপার না থাকায় বিপাকে পড়েছিল উত্তরাখণ্ড সরকার। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এ বার রেজিস্ট্রেশনের ব্যবস্থা।

দেখে নিন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া

১) https://registrationandtouristcare.uk.g-এ যান

২) লগইন বা রেজিস্টার করুন। আপনি ব্যক্তিগত (Self) অথবা পরিবার (Self or Family) হিসেবে রেজিস্টার করতে পারেন।

৩) নিজের পুরো নাম, সঠিক মোবাইল নম্বর সেখানে দেবেন এবং একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

৪) সাইন-ইন করার পর একটি ড্যাশবোর্ড খুলবে। সেখানে ডান দিকে আপনি আপনার নিজের নাম দেখতে পারবেন।

৫) Create/Manage Tour অপশনে ক্লিক করে  ‘Plan Your Trip Page’-এ যান।

৬) সেখান থেকে ‘Add New Tour’-এ যান।

৭) যা যা তথ্য চাওয়া হয়েছে, সব দিন।

৮) সব তথ্য সেভ করে নিন।

৯) আপনার ট্যুর তৈরি হয়ে গেল।

১০) ‘Registration of Tourist’ ফর্ম দেখতে পাবেন। আপনার গন্তব্য আপনি নিজের চোখেই দেখে নিতে পারবেন। তবে ট্যুরের বাকি তথ্য আপনাকে সেই ফর্মে লিখতে হবে।

১১) Save & Next-এ ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শেষ করুন।

১২) এর পর যাত্রার রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি চিঠি ডাউনলোড করতে হবে, যেখানে একটি কিউআর কোড থাকবে। পাশাপাশি যিনি রেজিস্ট্রেশন করেছেন, তিনি একটি এসএমএসও পাবেন।

১৩) সব তথ্য যাচাইয়ের পর একটি শংসাপত্রও দেওয়া হবে যাত্রীদের।

১৪) আরও তথ্য এবং আরও সহায়তার জন্য Tourist Care Uttarakhand অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *