১০০ কোটি টাকা ব্যয়ে নতুন হেরিটেজ মিউজিয়ামের পরিকল্পনা বারাণসীতে

ভ্রমণ অনলাইনডেস্ক: বারাণসীতে এমনিতেই অনেক মিউজিয়াম রয়েছে। এর ওপরে আরও একটি বিশাল বড়ো মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে শহরে। এই মিউজিয়ামটি তৈরি করতে একশো কোটি টাকা খরচা হবে বলে মনে করা হচ্ছে।

কাশীর ইতিহাস এবং তার সংস্কৃতি ও ঐতিহ্যকে এই মিউজিয়ামে তুলে ধরা হবে বলে জানান উত্তরপ্রদেশের পর্যটন দফতরের ডিরেক্টর প্রীতি শ্রীবাস্তব। তাঁর কথায়, ২০২৩-এ এই মিউজিয়াম তৈরির কাজ শেষ হয়ে যাবে। এই মিউজিয়ামটি তৈরি করার জন্য ইতিমধ্যেই একটি বড়ো বাড়ি চিহ্নিত করা হয়েছে শহরে।

বারাণসীর প্রাচীন মন্দিরগুলির ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি, প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষের নিদর্শনও রাখা থাকবে এই মিউজিয়ামে, পরিকল্পনা এমনই। সেই সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড শো-এর ব্যবস্থাও রাখা হবে পর্যটকদের জন্য।

এই মিউজিয়ামটি তৈরি হয়ে গেলে নতুন একটি দর্শনীয় স্থান পেয়ে যাবে বারাণসী। গত কয়েক বছরে বারাণসীর অনেক উন্নয়ন হয়েছে পর্যটনের দিক দিয়ে। সেই তালিকাতেই নতুন সংযোজন এই মিউজিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *