প্রবেশমূল্য বৃদ্ধি করে তিন মাস পর খুলছে জঙ্গল

ভ্রমণ অনলাইনডেস্ক: এ বছর উত্তরের বেশ কয়েকটি জঙ্গলে পর্যটকদের প্রবেশমূল্য বাড়ানো হয়েছে বন দফতরের পক্ষ থেকে। সেই বর্ধিত ভাড়ায় শনিবার, ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন‍্য খুলে যাচ্ছে জলদাপাড়া, গোরুমারা ও বক্সার জঙ্গল।

উল্লেখ্য, গত সোমবার, ১১ সেপ্টেম্বর, বন দফতর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এ বার থেকে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে প্রবেশের জন্য জনপ্রতি গুনতে হবে ২০০ টাকা। নেওড়াভ্যালি, গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়াতেও ঢোকার জন্য একই মূল্য প্রযোজ্য।

বক্সা টাইগার রিজার্ভ ও মহানন্দা অভয়ারণ্যে জনপ্রতি দিতে হবে ১৫০ টাকা। দার্জিলিংয়ের সেঞ্চল অভয়ারণ্যের টাইগার হিলে পর্যটকদের ঢোকার জন্য ৫০ টাকা এবং টাইগার হিল বাদে বাকি অংশে জনপ্রতি ১৫০ টাকা করে নেবে বন দফতর। রায়গঞ্জ অভয়ারণ্যে প্রবেশের জন্য জনপ্রতি দিতে হবে ১২০ টাকা।

জলদাপাড়ায় হাতি সাফারি নিয়মিত চালু ছিল। গত বার এখানে হাতি সাফারির জন্য পর্যটক পিছু দিতে হত ৯০০ টাকা। এবার সেই খরচ বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। গোরুমারায় গত বছর হাতি সাফারি হয়নি। এ বার জলদাপাড়া থেকে দুটি কুনকি হাতি আনা হয়েছে গোরুমারায়। আগে সেখানে হাতি সাফারির খরচ ছিল জনপ্রতি ১,০২০ টাকা। এ বার তা বেড়ে হয়েছে ১২০০ টাকা।

দার্জিলিংয়ের সেঞ্চল থেকে জলদাপাড়া, গোরুমারা এবং বক্সা টাইগার রিজার্ভে গাইড চার্জ গত বার ছিল ৩০০ টাকা। এ বার তা বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। এর বাইরে নেওড়া ভ্যালি, সিঙ্গালিলা ও মহানন্দায় ছয় জনের ট্রেকিং দলের জন্য গাইড নিলে দিনপ্রতি ১২০০ টাকা করে নেবে বন দফতর।

পর্যটকরা সংরক্ষিত বনাঞ্চলে জঙ্গল সাফারি করলে তার জন্য বন দফতরের চিহ্নিত জিপ ভাড়া নিতে হত। আগে সেই ভাড়া ১৫০০ টাকা নেওয়া হত ৬ জনের জন্য। এ বার নতুন নির্দেশে জিপভাড়ার উল্লেখ নেই। তবে, জিপভাড়ার বাইরে বাড়তি হিসেবে জঙ্গলে প্রবেশের জন্য জিপপ্রতি আরও ৪০০ টাকা নেওয়া হত। এ বার থেকে এই ৪০০ টাকা নেওয়া হবে না বলে জানা গিয়েছে।

এ বিষয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর বলেন, ‘‘যেখানে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে, সেখানে ভাড়া বাড়ানো হয়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *