দিল্লি-দেহরাদুন এক্সপ্রেসওয়েতে তৈরি হবে এশিয়ার দীর্ঘতম ‘ওয়াইল্ডলাইফ করিডোর’

দিল্লি: কিছু দিনের মধ্যেই চালু হয়ে যাবে দিল্লি-দেহরাদুন এক্সপ্রেসওয়ে। সেই সড়কে অভিনব একটি জিনিস তৈরি হতে চলেছে যার পোশাকি নাম ‘ওয়াইল্ডলাইফ করিডোর’। আদতে জঙ্গল চিরে চলে যাওয়া জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে এক অভিনব ব্যবস্থা। এশিয়ার দীর্ঘতম ‘ওয়াইল্ডলাইফ করিডোর’ নির্মাণে উদ্যোগী হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কার্যত এটি একটি ফ্লাইওভার।

জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়ক পেরোতে গিয়ে বন্যপ্রাণীদের গাড়ির চাকায় পিষে মৃত্যুর ঘটনা নিয়ে বহু দিন ধরেই সরব বন্যপ্রাণপ্রেমীরা। অসম এবং পশ্চিম ভারতে এমন ঘটনা এড়াতে কয়েক বছর আগে সক্রিয় হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

বন্যপ্রাণীদের সড়ক পারাপারের সুবিধা করে দিতে তৈরি হচ্ছে সেতু এবং সুড়ঙ্গ (আন্ডারপাস)। পাশাপাশি, বন্যপ্রাণীদের যাতায়াতের বিস্তীর্ণ এলাকাগুলির উপর দিয়ে তৈরি হচ্ছে ‘ওয়াইল্ডলাইফ করিডোর’। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রের খবর, দিল্লি-দেহরাদূন জাতীয় সড়কের উপর নির্মিত ১২ কিলোমিটার দীর্ঘ এই ‘ওয়াইল্ডলাইফ করিডোর’ দেশ এবং উত্তরাখণ্ডের রাজধানীতে যাতায়াতের সময়সীমা মাত্র আড়াই ঘণ্টায় নামিয়ে আনবে।

এখন দিল্লি-দেহরাদূন যাতায়াতে সময় লাগে কমবেশি ছ’ ঘণ্টা। সহারণপুর-শামলি-বাগপত-গাজিয়াবাদের মতো বড়ো শহর ছুঁয়ে যাওয়া এই জাতীয় সড়কের একটি অংশ গিয়েছে উত্তরাখণ্ডের রাজাজি জাতীয় উদ্যানের উপর দিয়ে। বাঘ-হাতি-সহ নানা বন্যপ্রাণীর আশ্রয়স্থল রাজাজির আবাসিকদের বাঁচাতে ওই অংশের সড়কটির বড়ো অংশ কার্যত উড়ালপুলে পরিণত করা হয়েছে। সেই সঙ্গে থাকছে বন্যপ্রাণীদের যাতায়াতে সেতু এবং আন্ডারপাস। এর ফলে বন্যপ্রাণীরা নিরাপদেই তাদের বিচরণক্ষেত্রে থাকতে পারবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি।

আরও পড়তে পারেন

পুজোয় অদূরে ৪ / শিমুলতলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *