এ বার সীমান্ত গ্রামগুলিতে পর্যটনে নজর সরকারের

ভ্রমণ অনলাইনডেস্ক: সীমান্ত গ্রামগুলিতে পর্যটনের বিকাশ ঘটাতে ব্যবস্থা নেবে সরকার। সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়ে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

অর্থমন্ত্রী জানান, বিদেশ ট্যুর প্যাকেজের ক্ষেত্রে কর সংগ্রহের পরিমাণ সরকার বাড়িয়েছে। এ ক্ষেত্রে টিসিএস (ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স) ৫% থেকে ২০% বেড়েছে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কেউ কেউ মনে করেন, এতে এই শিল্প ধাক্কা খাবেন।

তবে বেশির ভাগেরই এ ব্যাপারে অন্য মত রয়েছে। তাঁদের বক্তব্য, যে সব বিদেশ ট্যুর প্যাকেজ ৫০ লক্ষ টাকার উপরে সে সব ক্ষেত্রেই কর সংগ্রহের পরিমাণ বেড়েছে। এতে চাঙ্গা হবে দেশের ভিতরে ভ্রমণ।

পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ বলেন, বিদেশ ট্যুরে এই কর বৃদ্ধির ব্যাপারটা অন্য ভাবে দেখা যায়। এর ফলে সাধারণ মানুষ দেশের ভিতরে বেড়ানোর দিকে বেশি নজর দেবে।

তিনি আরও বলেন, খুব বেশি খরচের ট্যুর পরিকল্পনাগুলো ছোটো ছোটো ট্যুর পরিকল্পনায় ভেঙে দেওয়ার কথা ভাববেন ট্যুর অপারেটররা এবং ট্রাভেল এজেন্টরা।

অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে বলেন, দেশীয় ও বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য দেশে প্রচুর পর্যটন সম্পদ রয়েছে। পর্যটনের ব্যাপারটাকে আরও সমৃদ্ধ করার অনেক সুযোগ রয়েছে আমাদের দেশে। তা ছাড়া, এই সেক্টরে দেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে।

পর্যটনের উন্নয়নে এ বারের বাজেটে যা বলা হয়েছে তা একনজরে দেখে নিন:

(১) সীমান্ত গ্রামগুলিতে পর্যটনের বিকাশ ঘটাতে পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

(২) সামগ্রিক ভাবে দেশের ৫০টি পর্যটনস্থলকে বাছাই করে তার উন্নয়ন ঘটানো হবে।

(৩) ‘এক জেলা, এক পণ্য’ প্রকল্পকে উৎসাহ দিতে রাজ্যের রাজধানীগুলিতে বা পর্যটনস্থলে ‘ইউনিটি মল’ বা স্মারক তৈরি করা হবে। এর উদ্দেশ্য হল, রাজ্যের হস্তশিল্প এবং ‘জিআই’ তকমাযুক্ত পণ্যের উন্নয়ন ঘটানো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top