পড়তে গিয়ে ভূপর্যটক হয়ে ওঠা! এক মেয়ের ৩১টি দেশ ভ্রমণের কাহিনি বলছে নতুন বই

ভ্রমণ অনলাইনডেস্ক: ১৭ বছর বয়সে দেশ ছেড়ে সোজা সিঙ্গাপুরে। পড়ুয়া-বৃত্তি পেয়ে সিঙ্গাপুরে চলে এসেছিলেন তিনি। তার পরে আরও সমস্যা। শিরদাঁড়ায় ধরা পড়েছিল কঠিন অসুখ। চিকিৎসক বলেছিলেন, এই অসুখ কমবে না কখনও। আর কমলেও সময় লাগবে দীর্ঘ। তবু কী ভাবে যেন খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন বৈশাখী। আর তার পরেই বোহেমিয়ান জীবনের শুরু তাঁর।

প্রায় ২০ বছর আগে বাড়ির চৌকাঠ পেরোনো বৈশাখী সাহা এখন ‘গ্লোব ট্রটার’। পৃথিবীর ৩১টি দেশ ঘুরে ফেলেছেন ইতিমধ্যেই। শুধু ঘুরেছেন বললে ভুল হবে। যেখানেই গিয়েছেন, সেখানকার সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছেন। বছরের পর বছর থেকেছেন।

এত দিন ধরে এই বর্ণময় অভিজ্ঞতা শুধু নিজের মনে বয়ে বেড়াতেন বৈশাখী সাহা, এ বার তা বন্দি করলেন দু’ মলাটের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যায় ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল তাঁর লেখা প্রথম ইংরাজি বই ‘লাইফ ইজ অ্যাব্রাকাড্যাব্রা’। ২১টি অধ্যায় রয়েছে বইটিতে। প্রতিটি অধ্যায় জুড়ে বৈশাখী তাঁর বিদেশযাপনের রকমারি অভিজ্ঞতার কথা লিখেছেন।

সিঙ্গাপুরে থাকাকালীন বৈশাখী আফ্রিকায় একটি ভালো প্রজেক্টে কাজ করার সুযোগ পান। ওই বয়সেই একা পাড়ি দিয়েছিলেন আফ্রিকা। তার পর আর থামেননি। একের পর এক দেশ ঘুরেছেন। নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কোস্তারিকা— এ তালিকা দীর্ঘ। এক একটি দেশে এক এক রকম সংস্কৃতি, ভাষা, খাওয়াদাওয়া, পোশাক, স্থানীয় বাসিন্দাদের আচরণ সবটাই আত্মস্থ করেছেন তিনি।

এই বই প্রসঙ্গেই লেখিকা বলেন, “আমার বই জুড়ে সেই অজানা অনুভূতিগুলি ধরার চেষ্টা করেছি। এই বইটিতে পুরোটা লিখে উঠতে পারিনি। পরবর্তী অধ্যায়গুলি পরের বইতে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *