পড়তে গিয়ে ভূপর্যটক হয়ে ওঠা! এক মেয়ের ৩১টি দেশ ভ্রমণের কাহিনি বলছে নতুন বই

ভ্রমণ অনলাইনডেস্ক: ১৭ বছর বয়সে দেশ ছেড়ে সোজা সিঙ্গাপুরে। পড়ুয়া-বৃত্তি পেয়ে সিঙ্গাপুরে চলে এসেছিলেন তিনি। তার পরে আরও সমস্যা। শিরদাঁড়ায় ধরা পড়েছিল কঠিন অসুখ। চিকিৎসক বলেছিলেন, এই অসুখ কমবে না কখনও। আর কমলেও সময় লাগবে দীর্ঘ। তবু কী ভাবে যেন খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন বৈশাখী। আর তার পরেই বোহেমিয়ান জীবনের শুরু তাঁর। প্রায় […]