কলকাতা পুরসভার উদ্যোগে নতুন রূপে সেজে উঠতে চলেছে ডালহৌসি স্কোয়ার

কলকাতা পুরসভার হেরিটেজ বিভাগের খবর, নতুন রূপে গোটা বিবাদী বাগ অঞ্চলটি সাজিয়ে তোলা হবে। অবশ্য সাজানোর পরিকল্পনা আগেও নেওয়া হয়েছিল। তবে আধিকারিকরা জানিয়েছেন বেশ কিছু কাস্ট আয়রনের রেলিং, বেঞ্চের হাতল, বিভিন্ন বাতিস্তম্ভের অংশ খোয়া গিয়েছে। সমীক্ষায় দেখা গেছে এরমধ্যে রয়েছে ২৫ থেকে ৩০ শতাংশ সামগ্রী।

রাইটার্স বিল্ডিং, সেন্ট জোন্স চার্চ, লাল দীঘি, মিশন রো, জিপিও সহ সমগ্র চত্বরটি আবার সাজিয়ে তোলবার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোটা এলাকায় থাকবে। সরকারি সম্পত্তি যাতে রক্ষা পায় সর্বসময় সেদিকে নজরদারি থাকবে।

বিবাদী বাগে কি দেখবেন:
কলকাতার বিশেষ কিছু ঐতিহ্যবাহী জায়গা শীতের মরশুমে ঘুরে আসুন। গভর্নর হেস্টিংস সাজিয়ে তুলেছিলেন সাহেবদের হোয়াইট টাউন। যেহেতু সাদা চামড়ার মানুষের বাস তাই বলা হতো হোয়াইট টাউন। বিবাদী বাগ এলাকায় রাজভবন, গঙ্গা পাড়ে হেস্টিংসে সেন্ট জোন্স চার্চ, জব চার্নকের সমাধি, রাইটার্স বিল্ডিং, স্কটিশ সেন্ট অ্যান্ড্রু চার্চ, জিপিও, আরবিআই মিউজিয়াম পায়ে হেঁটে দেখে নিতে পারেন।

দর্শনের সময়:
সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জায়গাগুলো ঘুরে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *