ভ্রমণপিপাসুদের জন্য এবার নতুন গন্তব্য ফুলের ভ্যালি রানাঘাটের চাপরা

প্রকৃতি জুড়ে শীতের হাওয়া। এরমধ্যেই নদীয়ার রানাঘাটে চাপরা থেকে একদিনের জন্য ঘুরে আসুন। এক ঝলক দেখলে মনে হবে আপনি ফুলের উপত্যকায় চলে এসেছেন। যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। ফুল চাষ করা হচ্ছে বিঘার পর বিঘা জমিতে।

ফুল দেখতে হলে ফুলপ্রেমীদের জন্য একেবারেই নতুন ঠিকানা রানাঘাটে চাপরা। সারি সারি ফুলের বাগান দেখে আপনার মনে হবে যেন এক স্বর্গরাজ্য। দূর দূরান্ত থেকে ফুলের রঙ আপনাকে মোহিত করে তুলবে। শুদ্ধ বাতাসে প্রাণ ভরে নিন শ্বাস-প্রশ্বাস।

রবীন্দ্রনাথ কবিতায় লিখেছিলেন,
দূর হতে দেখিবারে, ছুঁইবারে নহে সে-
দূর হতে মৃদু বায়, গন্ধ তার দিয়ে যায়

কি দেখবেন:
গাঁদা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, ডালিয়া ও গোলাপের রাজ্যে আপনি মুহূর্ত যাপন করুন। সঙ্গে প্রজাপতি ও মৌমাছিদের মধু সংগ্রহ দেখতে দেখতে আপনার মনে হবে, রঙবাহারি ফুল নিয়ে এ যেন এক রঙিন ক্যানভাস।

কিভাবে যাবেন:
শিয়ালদহ থেকে ট্রেনে চলে আসুন রানাঘাট স্টেশন। এরপর স্টেশনের সামনে থেকে টোটো নিয়ে চলে যান চাপরায়। ফুল দেখতে কোন প্রবেশ মূল্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *