সমুদ্রের নীচে ৭০০০ বছরের পুরোনো রাস্তা আবিষ্কার করলেন ভূতাত্ত্বিকরা

ভ্রমণ অনলাইনডেস্ক: ভাবছেন তো এটা কি সম্ভব? শুনতে অবাক লাগলেও সত্যি। ক্রোয়েশিয়ার এক দ্বীপের কাছে রয়েছে এমন এক রাস্তা যার বয়স সাত হাজার বছরেরও বেশি। দীর্ঘদিন তা সমুদ্রের তলায় ডুবে ছিল। সম্প্রতি একদল বিজ্ঞানী এই রাস্তার অস্তিত্ব খুঁজে পেয়েছেন।

আপাত ভাবে দেখলে এতটুকু বোঝার উপায় নেই, এই রাস্তা এতটা প্রাচীন। এমনকি কোনো পরিচর্যা ছাড়াই এই রাস্তা যে ভাবে টিকে আছে, তা অবাক করবে সবাইকে। প্রথমে কিছু বুঝতে না পারলেও বিভিন্ন পরীক্ষার পর বিজ্ঞানীর জানতে পারেন, রাস্তায় লেগে থাকা পাথর কয়েক হাজার বছরের পুরোনো।

মনে করা হচ্ছে, এক সময় ওই অঞ্চলে জনবসতি ছিল। এই রাস্তা সেই শহরের প্রধান যাতায়াতের পথ ছিল। ফলত তা এমন ভাবেই তৈরি করা হয়েছিল যে এত বছরেও প্রায় নষ্ট হয়নি বললেই চলে। যা দেখে রীতিমতো অবাক বিজ্ঞানীরা। এমনকি এখনও এতটুকু ক্ষয়ে যায়নি রাস্তার কোনো অংশবিশেষ।

ওই অঞ্চলের বেশ কিছুটা অংশ বহু দিন আগে থেকেই সমুদ্রের নীচে রয়েছে। সেখানে প্রায়শই গবেষণা চালাতেন বিজ্ঞানীরা। এমনই একদিন রেডিও ট্রান্সমিটারে এই বিশেষ রাস্তার খোঁজ মেলে। জলের গভীরে গিয়ে পরীক্ষা করে দেখা যায় সত্যিই সেখানে রাস্তা রয়েছে। তার পর সেখান থেকে পাথর তুলে এনে পরীক্ষা করা হয়। তাতেই দেখা যায় পাথরগুলোর বয়স কম করে কয়েক হাজার বছর।

ইতিহাস ঘাঁটতেই উঠে আসে সেই হারিয়ে যাওয়া শহরের খোঁজ। তখনই বিজ্ঞানীরা বুঝতে পারেন এই রাস্তা আসলে ওই শহরের প্রধান জনপথ হিসেবে ব্যবহার করা হতো। মনে করা হচ্ছে সমুদ্রের এই অংশে এমনই আরও অনেক প্রাচীন নিদর্শন খুঁজে পাওয়া সম্ভব। তাই রীতিমতো জোর দিয়ে তল্লাশি শুরু করেছে বিজ্ঞানীর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *