hilsha fish with mustard

গঙ্গায় ভেসে পড়ুন আর স্বাদ নিন ইলিশের

ভ্রমণঅনলাইন ডেস্ক: ভরা বর্ষায় ইলিশের স্বাদই আলাদা। আর সেই স্বাদ যদি চাখেন গঙ্গার বুকে নৌবিহার করতে করতে, তা হলে তো কথাই নেই। সাধারণ মানুষকে সেই স্বাদ দিতে পশ্চিমবঙ্গ পর্যটন আয়োজন করেছে ইলিশ উৎসবের। গঙ্গার বুকে ভেসে যেতে যেতে সেই উৎসবে মাতবেন সবাই।

আগামী ১৯ আগস্ট এই উৎসবের দিন। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। গঙ্গায় ৩ ঘণ্টার এই জলযান-বিহার শুরু হবে নিউ বাবুঘাট জেটি থেকে। বর্ষায় গঙ্গার সৌন্দর্য উপভোগ করবেন, আর স্বাদ নেবেন ইলিশের। ইলিশের নানা পদ সাজিয়ে দেওয়া হবে আপনার থালায়। খরচ জনপ্রতি ১৭০০ টাকা। দেরি করবেন না, আর মাত্র ৭৭টি আসন রয়েছে জলযানে। অনলাইনে বুকিং করুন wbtdcl.com ।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *