শুধু মোদীই কেন, কেদারনাথের সেই গুহায় আপনিও ধ্যানে বসতে পারেন

ভ্রমণঅনলাইন ডেস্ক: সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে গেলেন কেদারনাথে, গুহায় কাটিয়ে এলেন ১৭ ঘণ্টা, করলেন ধ্যান। চাইলে আপনিও মোদীর মতো কেদারনাথের গুহায় ধ্যানে বসতে পারেন। সব ব্যবস্থা রেখেছে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম (জিএমভিএন)। শুধু একটাই শর্ত, শারীরিক ভাবে সক্ষম হতে হবে আপনাকে।

গত বছরেই উত্তরাখণ্ড সরকারের উদ্যোগে এই গুহা খোলা হয়। ‘রুদ্র ধ্যান গুহা’র দেখভালের দায়িত্বে রয়েছে জিএমভিএন। কেদারনাথ মন্দিরের বাঁ দিকে পাহাড়ি পথে ১ কিমি গেলে ওই গুহা। ওই গুহায় থাকার মতো প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আছে। গুহা থেকেই দেখা যায় কেদারনাথ ও ভৈরবনাথ মন্দির।

গুহায় যে সব সুবিধা রয়েছে

পানীয় জল।

বিদ্যুৎ, চার্জিং-এর ব্যবস্থা।

একটি শয্যা।

বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি আর ডিনার।

২৪ ঘণ্টা অ্যাটেনড্যান্ট, তাঁকে ডাকার জন্য বেলের ব্যবস্থা।

জরুরি প্রয়োজনে ফেসিলিটি ম্যানেজারকে ডাকার জন্য টেলিফোন।

তবে এই গুহায় থাকতে হলে কিছু শর্ত পালন করতে হবে

অত্যন্ত তিন দিনের জন্য গুহা বুক করতে হবে।

যে দিন থেকে বুকিং তার দু’ দিন আগে জিএমভিএন গুপ্তকাশীতে রিপোর্ট করতে হবে।  

দুটো মেডিক্যাল টেস্ট দিতে হবে, একটি গুপ্তকাশীতে এবং আরও একটি কেদারনাথে। যদি দেখা যায় আপনি শারীরিক ও মানসিক ভাবে সক্ষম তখনই আপনাকে ওই গুহায় থাকার অনুমতি দেওয়া হবে।

গুহায় একজনেরই থাকার ব্যবস্থা আছে।

কেদারনাথ ধ্যান গুহায় থাকার খরচ প্রতিদিন ৯৯০ টাকা। বুকিং অনলাইনে জিএমভিএন ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত জানতে এখানে দেখুন।    

  ছবি সৌজন্যে জিএমভিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *