মেঘ-বৃষ্টি-কাঞ্চনের জোরপোখরি

jorepokhri

ওয়েবডেস্ক: দার্জিলিং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে, সমুদ্রতল থেকে সাড়ে সাত হাজার ফুট উচ্চতায় উত্তরবঙ্গের এক অনন্য জায়গা জোরপোখরি। মে মাসের শেষে জোরপোখরিতে কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আমরা জানতামই। 

তাই যখন বৃষ্টি মাথায় নিয়ে সেখানে ঢুকলাম, এতটুকু অবাক হইনি। 

কিন্তু চমক পেলাম পরের দিন। সকালে উঠেই দেখি ঝকঝকে পরিষ্কার আকাশে ঝাউবনের আড়ালে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। 

নজর কাড়ল গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জোরপোখরি পর্যটক আবাসও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *