গজলডোবায় চালু হল ‘ভোরের আলো’, দেখে নিন কিছু ছবি

পর্যটন হাব। গজলডোবা।
ভ্রমণঅনলাইন ডেস্ক গজলডোবায় চালু হয়ে গেল ‘ভোরের আলো’ পর্যটন প্রকল্প। বুধবার এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
কটেজগুলি ছাড়াও বৈকুণ্ঠপুর জঙ্গলে সাইক্লিং এবং বোটিং প্রকল্পেরও সূচনা করে দেওয়া হল। কটেজগুলি রাজ্য পর্যটন নিগমের অন্তর্গত। এখনও অনলাইন বুকিং পরিষেবা চালু না হলেও কিছুদিনের মধ্যে তা চালু করে দেওয়া যাবে। নিগমের কর্তারা জানান, গাইডের ভূমিকায় কাজে লাগানো হবে স্থানীয়দের। সাইকেল নিয়ে পর্যটকদের সঙ্গে ঘুরবেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি তারাই চিনিয়ে দেবেন গাছগাছালি ও পাখিদের। কর্তৃপক্ষের আশা সবমিলিয়ে পুজোর আগেই জমে উঠবে গজলডোবা।
  
দেখে নিন এই পর্যটন হাব এবং কটেজকগুলির কিছু ছবি। 
ছবি: পর্যটন দফতর, পশ্চিমবঙ্গ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *