সবুজ পাইন বনে ঘেরা মিরিক লেক

ছোট্ট পাহাড়ি শহর মিরিক। উত্তরবঙ্গের অন্যতম এক পর্যটন কেন্দ্র। চারিদিকে সবুজ পাইনে ঘেরা বন। দূর থেকে ভেসে আসে মন্দিরের ঘন্টার ধ্বনি। বোকার বৌদ্ধ মনাস্ট্রির ধ্যানময় পরিবেশ পাহাড় জেগে ওঠে। আর মিরিক লেকের মুগ্ধকর দৃশ্য আপনার মন কাড়বে।

মিরিক কথার অর্থ জানেন কি? লেপচা ভাষায় কি বলে জানেন? লেপচা ভাষায় মির-ইওক থেকে মিরিক শব্দটি এসেছে। অর্থ হল অগ্নিদগ্ধ এক স্থান। কারণ, অতীতে পাহাড়ে দাবানলে এই জায়গাটির বেশ কিছুটা অংশ পুড়ে যায়।

কেন মিরিক ভ্রমণ করবেন:
মনোরম শান্ত পরিবেশ এক কথায় ছবির মতন সুন্দর। অন্যতম মিরিকের আকর্ষণ সুমেন্দু হ্রদ। চারদিকে সারি দিয়ে পাইন গাছ। হ্রদের উপর সেতু যুক্ত করেছে দুই পাড়কে। আপনি চাইলে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে পারেন। বোটে করেও উপভোগ করা যায় মিরিকের সৌন্দর্য।

অন্যতম আকর্ষণ:
এখানকার অন্যতম আকর্ষণ ও দর্শনীয় স্থান সুমেন্দু হ্রদ। পুরো হ্রদটি ঘোড়ায় চেপে ঘোরা যায়। কাছেই আছে বিখ্যাত বোকার বৌদ্ধ মনাস্ট্রি।

কাঞ্চনজঙ্ঘা দর্শন:
আবহাওয়া পরিষ্কার থাকলে সরাসরি কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলবে। মিরিক শহরে রমিতে দারা ভিউপয়েন্ট থেকে গোটা শহরটা দেখা যায়।

মিরিকে জনপ্রিয়:
মিরিকে পাইন গাছের ফাঁক দিয়ে সকালে নানা রকম পাখি দেখা যায়। এখানে অর্কিড খুব ভালো চাষ হয়। আর মিরিকের কমলালেবু খুবই জনপ্রিয়। ভালো মানের কমলালেবু এখানে পাওয়া যায়।

কোথায় থাকবেন:
মিরিকে সাধ্যের মধ্যে বেশ কিছু হোটেল ও রিসোর্ট আছে। তাছাড়া আছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের উদয়চল টুরিস্ট লজ। ফোন নম্বর: 23585189

কিভাবে যাবেন:
শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ার ট্যাক্সি ও গাড়ি বুকিং করে চলে আসুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top