udaipur

ভ্রমণের জন্য দুনিয়ার সেরা ১৫টি শহরের তালিকায় ঢুকে পড়ল ভারতের এই শহরটি

ওয়েবডেস্ক: দুনিয়ার অন্যতম সেরা ভ্রমণ পত্রিকা, ট্যাভেল অ্যান্ড লেইজার। প্রতি বছরই এই পত্রিকা একটি সমীক্ষা করে। সমীক্ষার বিষয়, ভ্রমণের পক্ষে দুনিয়ার সেরা ১৫টি শহর কোনগুলি। ২০১৭ সালে সেই তালিকায় ঢুকে পড়ল রাজস্থানের একটি শহর।

অসাধারণ সব হ্রদ ও প্রাসাদে ভরা এই শহরটি বরাবরই পর্যটকদের প্রিয়। তবু অনেকের মনে হতে পারে দিল্লি, মুম্বইয়ের মতো কসমোপলিটন শহরগুলিকে বাদ দিয়ে ভারতের প্রাসাদ শহর উদয়পুর কী ভাবে এই তালিকায় স্থান করে নিল! কিন্তু যারা উদয়পুরে এসেছেন, এই ছোট্ট শহরের নাগরিক স্বাচ্ছন্দ্যে সময় কাটিয়েছেন, তারা জানেন এর মাহাত্ম্য। সারা পৃথিবীর পর্যটকদের কাছেই উদয়পুরের হ্রদের তীরে শান্ত সময় কাটানোর টান অমোঘ।

প্রথম ১৫ শহরের মধ্যে ৭টি স্থান দখল করেছে এশিয়ার বিভিন্ন শহর। তবে এক নম্বরে রয়েছে মোক্সিকোর সান মিগুয়েল দে আলেন্দে।

আসুন দেখে নেওয়া যাক ট্রাভেল অ্যান্ড লেইজারের সমীক্ষায় প্রথম ১৫-য় স্থান করে নেওয়া দুনিয়ার সেরা ভ্রমণ-যগ্য শহরের তালিকাটি।

১. সান মিগুয়েল দে আলেন্দে (মেক্সিকো)

২. চার্লেসটন (সাউথ ক্যারোলিনা)

৩. চিয়াং মাই (থাইল্যান্ড)

৪. কোয়োটো (জাপান)

৫. ফ্লোরেন্স (ইতালি)

৬. ওয়াক্সাকা (মেক্সিকো)

৭. হোই অ্যান (ভিয়েতনাম)

৮. কেপ টাউন (সাউথ আফ্রিকা)

৯. উবুদ (ইন্দোনেশিয়া)

১০. লুয়াং প্রাবাং (লাওস)

১১. সান্তা ফে (নিউ মেক্সিকো)

১২. রোম (ইতালি)

১৩. সিয়েম রিপ (কম্বোডিয়া)

১৪. উদয়পুর (ভারত)

১৫. বার্সেলোনা (স্পেন)

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *