দক্ষিণ ২৪ পরগণা স্বামীনারায়ণ মন্দিরে রোপওয়ে পরিষেবার পরিকল্পনা রাজ্যের

ভ্রমণ অনলাইনডেস্ক: রোপওয়েকে গণপরিবহনের অঙ্গ করে তুলতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন দফতর। দক্ষিণ ২৪ পরগনার জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্বামীনারায়ণ মন্দিরকে ঘিরেই রোপওয়ে পরিষেবার পরিকল্পনা। মন্দির থেকে ভাসা পর্যন্ত এই দেড় কিলোমিটারের পথ রোপওয়ে চেপে যাতায়াত করতে পারবেন মানুষ। আগামী দিনে এই রোপওয়ে পরিষেবা কলকাতার বুকেও চালু করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে রোপওয়ের স্বাদ নিতে গেলে কলকাতার বিনোদন পার্কে ভিড় করতে হয় কিংবা পাহাড়ে যেতে হয়। দার্জিলিং, গ্যাংটকের রোপওয়ে পরিষেবা বেশ জনপ্রিয়। তবে এই পরিষেবা পর্যটন শিল্পের অংশ। কিন্তু শহরাঞ্চলে এই ধরনের কোনো সুবিধা নেই। এই রোপওয়ের পরিকল্পনা শহরের পর্যটন শিল্পকেও এক অন্য মাত্রা এনে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।

সম্প্রতি পরিবহণ দফতরে এই বিষয় নিয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহণ সচিব বিনোদ কুমার, দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল-সহ অন্যান্য আধিকারিক। যে সংস্থা এই রোপওয়ে তৈরির কাজ করবে, সেই সংস্থার কর্তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। আপাতত আমতলার কাছে এই দেড় কিলোমিটার অংশে রোপওয়ে চালু হবে। আমতলা, বাঁকড়াহাট রুটে সাতটি স্টেশন তৈরির পরিকল্পনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *