অফবিট ঝাড়গ্রাম ঘোরার জন্য রাজ্য পর্যটন দপ্তরের নতুন উদ্যোগ, অনলাইনে মিলবে গাইডের নাম ও ফোন নম্বর

jhargram travel

পাহাড়, জঙ্গল আর নদীর অপরূপ মেলবন্ধন—এই প্রাকৃতিক সৌন্দর্যই ঝাড়গ্রামকে করে তুলেছে রাজ্যের অন্যতম মনোরম পর্যটন গন্তব্য। তবে এই অরণ্যভূমির বুকেই লুকিয়ে রয়েছে বহু এমন জায়গা, যেখানে এখনও পর্যটকের পা পড়েনি। সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের দৌলতে এখন বহু ইনফ্লুয়েন্সার ও ঘুরে বেড়ানো পছন্দ করা মানুষ খোঁজ করছেন এমনই অফবিট গন্তব্যের।

এই চাহিদার কথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য পর্যটন দপ্তর। পর্যটকদের সুবিধার্থে রাজ্য সরকারের অফিশিয়াল পর্যটন পোর্টাল wbtourism.gov.in-এ আপলোড করা হয়েছে ঝাড়গ্রামের ৮০ জন ট্যুরিস্ট গাইডের নাম, ফোন নম্বর ও প্রয়োজনীয় তথ্য। পর্যটকরা এই তালিকা দেখে সরাসরি গাইডদের সঙ্গে যোগাযোগ করে অফবিট জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন।

স্থানীয়ভাবে প্রশিক্ষিত এই গাইডরা ঝাড়গ্রামের প্রত্যন্ত ও কম পরিচিত জায়গাগুলো যেমন—কানঝারকুড়ি, গড়সালবনি, রামগড়, ঘনশ্যামবাটি, খড়িকারি ঝর্ণা প্রভৃতি নিয়ে পর্যটকদের ঘোরাবেন, জানাবেন তার ইতিহাস ও লোককথা। এতে একদিকে যেমন পর্যটকদের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ, অন্যদিকে কর্মসংস্থানের নতুন সুযোগ খুলে যাবে স্থানীয় যুব সম্প্রদায়ের জন্য।

পর্যটন দপ্তরের এক আধিকারিক জানান, “অনেক পর্যটকই অফবিট লোকেশন ঘুরতে চান, কিন্তু সঠিক গাইড না পাওয়ায় দ্বিধায় থাকেন। সেই সমস্যার স্থায়ী সমাধান দিতেই এই উদ্যোগ।”

ঝাড়গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য, আদিবাসী গ্রাম, লোকনৃত্য ও হস্তশিল্পকে ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ করে দেবে এই উদ্যোগ। রাজ্য সরকার আশাবাদী, নতুন করে পর্যটন হাবে পরিণত হবে এই জঙ্গলমহল অঞ্চল।

পড়ুন ভ্রমণ কাহিনি: মরাঠাভূমে আবার, পর্ব ৩: ঘৃষ্ণেশ্বর হয়ে কৈলাশে

🔘 MakeMyTrip-এ এখনই হোটেল বুক করুন – ছাড় চলছে!

👉 বুক করতে এখানে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top