puri beach

‘ব্লু-ফ্ল্যাগ’ তকমা পেল ভারতের আরও দুই সৈকত, মোট সংখ্যা হল ১২

ভ্রমণ অনলাইনডেস্ক: আগে সংখ্যাটা ছিল ১০, এ বার সেটা বেড়ে হল ১২। ভারতের আরও দু’টি সৈকতকে ‘ব্লু-ফ্ল্যাগ’ সৈকতের তকমা দেওয়া হল। দু’টো সৈকতই লাক্ষাদ্বীপে। এই দু’টি সৈকত হল যথাক্রমে মিনিকয় থুন্ডি সৈকত এবং কাদমত সৈকত।

সমুদ্রসৈকতকে তার প্রাকৃতিক বৈশিষ্ট্য-সহ বজায় রাখাটা পরিবেশের দিক থেকে খুব জরুরি। সৈকতের বাস্তুতন্ত্র রক্ষা করা এবং সৈকতকে পরিচ্ছন্ন রাখাটা সবুজ পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে আবশ্যিক। এ বিষয়ে বিশ্ব জুড়ে একটা মান্য পরিমাপক রয়েছে। সেই মানে উত্তীর্ণ হলেই এই ব্লু-ফ্ল্যাগ (Blue Flag) শংসাপত্র মেলে। সেই নিয়ম মোতাবেকই এই বছর এই দু’টি সৈকত এই স্বীকৃতি পেল।

পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদব খবরটি সম্প্রতি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্যুইটারে খবরটি শেয়ার করেছেন ও লাক্ষাদ্বীপের অধিবাসীদের অভিনন্দন জানিয়েছেন।

লাক্ষাদ্বীপের কাদমত সৈকত এমনিতেই পর্যটকদের অন্যতম আকর্ষণের বস্তু। সমুদ্রপ্রেমীদের কাছে এই সৈকত স্বর্গের মতোই সুন্দর। কারণ এই সৈকতকে ঘিরে থাকা জলের রং গাঢ় নীল আর সৈকতের বালি মুক্তোর মতো চকচকে। অন্য দিকে থুন্ডি বিচও অত্যন্ত জনপ্রিয়। সমদ্রে স্নান করতে ভালোবাসেন এমন পর্যটকদের প্রথম পছন্দ থুন্ডি।

এর আগে এই তকমা পেয়েছে দিউয়ের ঘোঘলা সৈকত, গুজরাতের শিবরাজপুর, কর্নাটকের পদুবিদ্রি, অন্ধ্রপ্রদেশের রুশিকোন্ডা, ওড়িশার পুরীর সৈকত, আন্দামানের রাধানগর, তামিলনাড়ুর (কেরলের নয়) কোভালাম, পুদুচেরির ইডেন, কেরলের কাসারগোড় এবং কাপ্পাড়।

আরও পড়তে পারেন       

চলুন ঘুরে আসি রাজস্থান ২: জয়পুর-ফতেপুর-বিকানের-অজমের

হৈমন্তীপার্বণ: শঙ্খ নয়, হাওড়ার ভট্টাচার্যবাড়ির জগদ্ধাত্রীর বাঁ হাতে থাকে খড়্গ

রাজস্থানে উন্মোচিত হল বিশ্বের উচ্চতম শিবমূর্তি

মহিলা-বান্ধব পর্যটন’ প্রকল্পের সূচনা করল কেরলের পর্যটন দফতর

তামিলনাড়ুর স্বল্পচেনা গন্তব্য, সৈকত-মন্দিরের শহর তিরুচেন্দুর

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *