মরশুমের প্রথম তুষারপাত কাশ্মীরের সোনমার্গে, উপভোগ করুন ভিডিওটি

ভ্রমণঅনলাইন ডেস্ক: এ বছর তুষারপাতের মরশুম কতকটা আগেই শুরু হয়ে গিয়েছে। গত মাসেই প্রবল তুষারপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছিল হিমাচল লাহুল-স্পিতি অঞ্চল। এ বার বরফ পড়ল কাশ্মীরের সোনমার্গেও। 

তুষারপাত যে হতে পারে, কিছু দিন ধরেই তার পূর্বাভাস দিচ্ছিলেন আবহাওয়াবিদরা। উত্তর ভারতের দিকে ধেয়ে আসা একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই পরিস্থিতি হতে পারে। হলও তাই। মঙ্গলবার সকাল থেকেই ভালো বরফ পড়েছে সোনমার্গে। হালকা তুষারপাত হয়েছে গুলমার্গেও। 

এই ভিডিওয় উপভোগ করে নিন তুষারপাত। 

এ বার পুজোর ছুটিতে কাশ্মীরগামী পর্যটকদের কাছে নিঃসন্দেহে আনন্দের খবর এই তুষারপাত। আরও একটা আনন্দের খবর হল, এই তুষারপাতের প্রভাবে ষষ্ঠী থেকেই কলকাতায় কিছুটা কমতে পারে পারদ। মালুম হতে পারে শীত শীত ভাব।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top